আমাদের আশপাশে নানা প্রকৃতির মানুষ রয়েছেন। তাঁদের কেউ শান্ত, কেউ আবার ধূর্ত, কেউ বোকা, কেউ মিচকে। কোনও মানুষ কেমন প্রকৃতির তা সব সময় বোঝা যায় না। কারও কারও ক্ষেত্রে সেটা বোঝার জন্য বিশেষ কাঠখড় পোড়াতে না হলেও, অনেককেই বুঝতে দীর্ঘ জীবন বয়ে যায়। আবার এমন কিছু মানুষ রয়েছেন যাঁদের প্রথম প্রথম এক রকম মনে হলেও পরে গিয়ে বোঝা যায় যে পুরোটাই ভুল। তাঁরা আসলে সম্পূর্ণ বিপরীত। সেই সকল মানুষ নিজেদের কথার জালে ফাঁসিয়ে মানুষ ভোলাতে ওস্তাদ। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের ছয় রাশির মধ্যে এই গুণটি অন্যদের তুলনায় বেশি দেখা যায়।
আরও পড়ুন:
কোন রাশির মানুষেরা খুব ভাল মানুষ ভোলাতে পারেন?
মিথুন: মিথুন রাশির জাতকেরা তাঁদের আশপাশের ব্যক্তিদের নিজেদের কথার জাদুতে কাবু করার ব্যাপারে ওস্তাদ। এঁরা এত ভাল কথা বলতে পারেন যে নিজেরা যেটা চান না সেটা নিয়ে কথা আর এগোতেই দেন না। এই রাশির মানুষেরা কোনও না কোনও উপায়ে সর্বদা নিজেদের কাঙ্ক্ষিত বিষয়কে আলোচনার কেন্দ্রবিন্দু করে তুলতে সক্ষম হন।
আরও পড়ুন:
কর্কট: সম্পর্কে সুস্থতা বজায় রাখার নাম করে নিজের সকল চাহিদা সঙ্গীর উপর চাপাতে থাকেন কর্কট রাশির ব্যক্তিরা। সেগুলিকে এমন ভাবে প্রকাশ করেন যে সঙ্গীর না বলার সুযোগই থাকে না। মানুষের আবেগ নিয়ে খেলা করতে ভালবাসে কর্কট। ভালবাসার নাম করে এঁরা মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়ে চলেন।
আরও পড়ুন:
তুলা: নিজেদের কূটনৈতিক মনোভাবের বলে কোনও ঝামেলা ছাড়াই নিজেদের চাহিদা হাসিল করে নেন তুলা রাশির জাতক-জাতিকারা। এঁরা আশপাশের মানুষকে এমন ভাবে বোঝান যে তাঁরা আর না বলার সুযোগ পান না। বাধ্য হয়ে তুলার ফাঁদে পা দেন। তাঁদের যে তুলা বোকা বানাচ্ছে সেটাও ঘুণাক্ষরে টের পেতে দেয় না এই রাশি।
বৃশ্চিক: বৃশ্চিক লোককে ভুল বোঝানোর ব্যাপারে সর্বদা নিজের ভালমানুষির মুখোশটিকে ব্যবহার করেন। নিজেদের বুদ্ধির বলে এঁদের মুখোশ কখনও কেউ খুলতেও পারে না। এঁরা পরিস্থিতিটাকে এমন ভাবে সাজান যাতে মনে হয় যে এঁরাই ঠিক, বাকি সবাই ভুল। এমন করে নিজেদের কাজটা বুঝে নেওয়ার পর এই রাশির মানুষেরা আর ফিরে তাকান না।
মকর: মকর রাশির ব্যক্তিরা সর্বদা ভাবনাচিন্তা করে কাজ করেন। জীবনের যে কোনও পদক্ষেপ করার আগে এঁরা দশ বার ভাবেন। আশপাশের লোকেদের কাছে নিজেকে ভাল বোঝানোর ব্যাপারেও এঁরা সেটাই করে। যে ব্যাপার বিশ্বাসযোগ্য নয়, সে সব নিয়ে এঁরা মাথা ঘামান না। উপরন্তু অন্যকে কী বলে সেই ব্যাপারটাকে কাটিয়ে দেওয়া যায় সেটা নিয়েই ভাবতে বসেন এঁরা।
মীন: কথার জাদুতে ফাঁসানোর ব্যাপারে এগিয়ে মীন রাশির ব্যক্তিরাও। এঁরা নিজেদের স্বপ্ন, আকাঙ্ক্ষাকে এমন ভাবে সাজান যেটায় বিপরীতে থাকা মানুষটিও আগ্রহী হতে বাধ্য হন। তার পর উক্ত মানুষটির সাহচর্যে এঁরা নিজের আশা পূরণ করেন। কিন্তু সেই মানুষটির ইচ্ছার ধার ধারেন না।