পা দেখেও একটি মেয়ের সম্পর্কে অনেক কিছু বলা যায়। ছবি: সংগৃহীত।
আমরা শরীরের নানা অংশের বিচার করে থাকি এবং তা থেকে মেয়েদের ভাগ্যের বিচার করি, যেমন হাত, চোখ, ঠোঁট, কপাল প্রভৃতি। কিন্তু এ কথাও সত্যি যে পা দেখেও একটি মেয়ের সম্পর্কে অনেক কিছু বলা যায় বা পা দেখেও তাঁর ভাগ্য সম্পর্কে কিছুটা বোঝা যায়। মেয়েদের পায়ের গঠন সম্পর্কে দেখে নেওয়া যাক।
১) যে সকল মেয়েদের পায়ের বুড়ো আঙুলের থেকে পাশের আঙুলটি আকারে একটু বড় হয় সে সব মেয়েরা খুব ভাগ্যবতী হয় এবং তাঁদের দাম্পত্য জীবন খুব সুখের হয়।
২) যে সকল মেয়েদের পায়ের পাতা খুব মসৃণ বা নরম এবং পায়ের রং হালকা গোলাপি হয়, তাঁরা জীবনে সুখী হয় ঠিকই, কিন্তু মাঝে মাঝে দুর্দশায় ভুগতে হয়।
৩) যাঁদের পায়ের নখ গোলাকৃতি হয় এবং খুব মসৃণ ও হালকা গোলাপি আভা যুক্ত হয় তাঁদের সুখের সঙ্গে সমৃদ্ধিও থাকবে। কিন্তু যদি নখের আকার কালো ভাঙা থাকে সে নারীর ভাগ্য ঠিক উল্টো হয়।
৪) যে সকল মেয়ের কনিষ্ঠ আঙুল মাটি স্পর্শ করে না, তাঁদের কারণে পরিবারের মানুষদের লজ্জায় পড়তে হতে পারে। তা ছাড়া তাঁদের স্বামী অন্য নারীর প্রেমে পরার আশঙ্কা থাকে।
৫) যে সকল মেয়ের পায়ের তলদেশ সমান নয়, তাঁরা খুব জটিল স্বভাবের হয়ে থাকে।
৬) যাঁদের পায়ের বুড়ো আঙুল একটু বেশি ছোট আকারের হয়, তাঁদের আয়ু সাধারণত একটু কম হয়।
৭) যে মেয়েদের গোড়ালি একটু বেশি প্রসস্থ বা দৃঢ় হয় এবং গোড়ালি উঁচু থাকলেও তাঁরা সাধারণত দুশ্চরিত্রা হয়ে থাকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy