সম্পদের দেবী মা লক্ষ্মীকে প্রায় সব হিন্দু বাড়িতেই পুজো করা হয়। তাঁর কৃপায় বাড়ির মঙ্গল হয়। অর্থকষ্ট থেকে আমরা রেহাই পাই, জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। বৃহস্পতিবার দিনটি দেবী লক্ষ্মীর বার হিসাবে পরিচিত। তবে শুক্রবারও তাঁর পুজো করলে সমৃদ্ধি লাভ করা যায়। বাজারে লক্ষ্মীদেবীর নানা প্রকৃতির মূর্তি বা ছবি কিনতে পাওয়া যায়। তবে যে কোনও বিগ্রহে পুজো দেওয়া উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র। এতে মনের মতো ফলপ্রাপ্তি না হতেও পারে। নির্দিষ্ট কিছু প্রকারের দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবিকেই বাড়িতে পুজো করা যায়।
আরও পড়ুন:
বাড়িতে কেমন প্রকার লক্ষ্মীদেবীর মূর্তি পুজো করা যায়?
- পদ্মফুলের উপর দেবী লক্ষ্মী বসে রয়েছেন, এমন ছবি বা মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয়। এটি সমৃদ্ধির পথ খুলে দেয়। জীবনে পজ়িটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।
- বাঙালি হিন্দু বাড়িতে সাধারণত দ্বিবাহু বিশিষ্ট মা লক্ষ্মীর পুজো করা হয়। তবে বাড়িতে যদি চার হাত আছে এমন মা লক্ষ্মীর ছবি বা মূর্তি রাখেন তা হলেও অসুবিধা নেই। সেটিকেও পুজো করা যেতে পারে।
আরও পড়ুন:
- লক্ষ্মীর মূর্তির পাশে একজোড়া হাতির মূর্তি স্থাপন করতে পারেন। বাড়িতে মা লক্ষ্মীর ছবি রাখতে চাইলে দেবীর পাশে একজোড়া হাতি রয়েছে এমন ছবি দেখে কিনতে পারলে ভাল হয়। হাতি সম্পদ ও শক্তির প্রতিনিধি। দেবী লক্ষ্মীর সঙ্গে হাতি থাকলে বাড়ির সৌভাগ্য বৃদ্ধি পায়।
- গরুড়ের পিঠে বসে রয়েছেন দেবী লক্ষ্মী ও বিষ্ণু, এমন ছবিও বাড়িতে রাখা যেতে পারে। এটি সুরক্ষা ও সমৃদ্ধির প্রতীক। বাড়িতে সমৃদ্ধি আনার সঙ্গে সঙ্গে বাস্তুকে অশুভ শক্তি থেকেও বাঁচায়।
আরও পড়ুন:
- অনেকে বাড়িতে গণেশ ও লক্ষ্মীর মূর্তি একসঙ্গে রেখে থাকেন বা তাঁরা একত্রে রয়েছেন এমন ছবি রাখেন। এতে ভুল কিছু নেই। তবে এই ছবি বা মূর্তি যুগল ব্যবসার স্থানের জন্যই বেশি শুভ বলে মনে করা হয়।