Advertisement
২৯ মে ২০২৪
Farmers Protest

দিল্লিতে আন্দোলনরত চার কৃষকের মৃত্যু দু’টি পৃথক দুর্ঘটনায়,  হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত আরও এক

পাঁচ কৃষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ২০:৫১
Share: Save:

দু’টি পৃথক দুর্ঘটনায় চার জন কৃষকের মৃত্যু হল মঙ্গলবার। হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয়েছে আরও এক কৃষকের।

পুলিশ সূত্রে খবর, কৃষক আন্দোলন থেকে ফেরার পথে হরিয়ানার কারনালের কাছে দুর্ঘটনার ট্র্যাক্টর-লরির সংঘর্ষে মৃত্যু হয় লাভ সিংহ এবং গুরপ্রীত সিংহ নামে দুই কৃষকের। পাতিয়ালার বাসিন্দা তাঁরা।

দিল্লির আন্দোলন স্থল থেকে ট্র্যাক্টরে চেপে বাড়ি ফিরছিলেন বেশ কয়েক জন কৃষক। ভোরের দিকে দুর্ঘটনার কবলে পড়ে ট্র্যাক্টরটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই কৃষকের। আরও এক জন আহত হন।

আরও একটি দুর্ঘটনায় চণ্ডীগড়ের মোহালিতে মৃত্যু হয় দুই কৃষকের। মৃতেরা হলেন দীপ সিংহ এবং সুখদেব সিংহ। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন।

পাঁচ কৃষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছেন অমরেন্দ্র। পাশাপাশি আহতদেরও চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Farmers Protest Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE