বাইপাসের ধারে বোমা রাখার চেষ্টা করেন এক যুবক। কিন্তু নির্দিষ্ট জায়গায় রাখার আগেই হাতেই ফেটে যায় বোমাটি! গুরুতর জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে মাজিথা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক খলিস্তানপন্থী সংগঠন বব্বর খালসার সদস্য।
ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তড়িঘড়ি এলাকা ঘিরে ফেলা হয়। ঘটনার বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে সাদা ধোঁয়া বার হচ্ছে। পুলিশ সূত্রে খবর, হাতেই বোমা ফাটায় ওই যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের।
ওই ঘটনার নেপথ্যে কোনও বড় চক্রের হাত রয়েছে, না কি বিচ্ছিন্ন ঘটনা, তা-ও ভাবাচ্ছে পুলিশকে। ওই যুবকের পরিবার, প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে পুলিশ। সংবাদ সংস্থা এনআইএ-কে এক উর্ধ্বতন পুলিশকর্তার বলেন, ‘‘অতীতেও আমরা দেখেছি, সাধারণত পরিত্যক্ত এলাকায় এই সব বোমা বা আগ্নেয়াস্ত্র চোরাচালান হয়। প্রাথমিক অনুমান, ওই যুবকও ওই উদ্দেশ্যেই এসেছিলেন। তবে বোমাটি নিয়ে যাওয়ার সময় ফেটে গিয়েছে।’’ যদিও ঘটনার নেপথ্যে সম্ভাব্য যাবতীয় কারণ অনুসন্ধান করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
পহেলগাঁও কাণ্ডের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষত, সীমান্তবর্তী রাজ্যগুলির দিকে কড়া নজর রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছে পঞ্জাবও। ভারত-পাক সীমান্তে সামরিক অস্থিরতার মধ্যেই পঞ্জাবের বিভিন্ন জায়গায় হামলার চেষ্টার অভিযোগ ওঠে। এমনকি, স্বর্ণমন্দিরেও হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। সেই আবহে অমৃতসরের বাইপাসর ধারে কেন বোমা রাখতে গিয়েছিলেন ওই যুবক, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। কোনও বড় ধরনের হামলার ছক ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।