Advertisement
E-Paper

অসমে দুর্গাপুজো পর্যন্ত বাড়ল দেখামাত্র গুলির আদেশের সময়সীমা! কেন এই সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত

অসমের ধুবুরী আপাতত শান্ত। সাম্প্রতিক সময়ে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। হিমন্ত সেই প্রসঙ্গও উল্লেখ করেন। তবে ভবিষ্যতে যাতে কোনও বড় অশান্তি না হয়, তার জন্য পুরনো নির্দেশ বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৫:০২
Assam Chief Minister Himanta Biswa Sarma has said that the shoot-at-sight order against anyone trying to cause unrest has been extended until Durga Puja

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। — ফাইল চিত্র।

গত দু’মাস আগের হিংসা থামলেও এখনও থমথমে অসমের ধুবুরী। অশান্তি এড়াতে সে সময় কড়া পদক্ষেপ করেছিল হিমন্ত বিশ্বশর্মার সরকার। দেখামাত্র গুলির (শুট অ্যাট সাইট) নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই নির্দেশ শুধু রাতের জন্য কার্যকর। এ বার সেই নির্দেশের সময়সীমা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নিল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত জানান, দুর্গাপুজো পর্যন্ত বহাল থাকবে পুরনো নির্দেশ।

মঙ্গলবার কোকরাঝাড়ের এক অনুষ্ঠানের ফাঁকে ধুবুরীর বিষয় নিয়ে মুখ খোলেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি জানান, দেখামাত্র গুলি করার নির্দেশ প্রত্যাহার করা হয়নি, তা অব্যাহত থাকবে। দুষ্কৃতীদের দৌরাত্ম্য যাতে না বাড়ে, সেই কারণে এই পদক্ষেপ। হিমন্ত বলেন, ‘‘ধুবুরীতে অস্থিরতা তৈরির চেষ্টা করলে কাউকে রেয়াত করা হবে না। যে কেউ কঠোর পরিণতির মুখোমুখি হবেন।’’

ধুবুরী আপাতত শান্ত। সাম্প্রতিক সময়ে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। হিমন্ত সেই প্রসঙ্গও উল্লেখ করেন। তবে ভবিষ্যতে যাতে কোনও বড় অশান্তি না হয়, তার জন্যই পুরনো নির্দেশ বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।

গত ১৩ জুন পরিস্থিতি খতিয়ে দেখতে ধুবুরী গিয়েছিলেন হিমন্ত। সেই সময়েই দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি। হিমন্ত জানিয়েছিলেন, কিছু গোষ্ঠী অশান্তি পাকানোর চেষ্টা করছে। সরকার তা বরদাস্ত করবে না। তার ১০ দিন পর আবার ধুবরী যান মুখ্যমন্ত্রী। খোঁজখবর নেন পরিস্থিতির। সেই সঙ্গে জানান, পুলিশ কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ১৫০-এর বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরে সেই গ্রেফতারির সংখ্যা আরও বেড়েছে। হিমন্তের কথায়, ‘‘রাজ্য সরকার আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর।’’

Assam Himanta Biswa Sarma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy