উত্তরপ্রদেশের গাজীপুরে গঙ্গায় নৌকাডুবির ঘটনায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় গঙ্গায় ডুবে যায় নৌকাটি। বৃহস্পতিবার নিখোঁজ পাঁচ শিশুর দেহ উদ্ধার করা হয়েছে।
নৌকাটিতে ছিলেন মোট ২৪ জন যাত্রী। বাজার থেকে নৌকায় করে ফিরছিলেন। জেলা মহকুমা শাসক অরুণ সিংহ বলেছেন, ‘‘স্থানীয়দের তৎপরতায় ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সাত জন নিখোঁজ ছিলেন।’’
আরও পড়ুন:
-
খরচ পড়েছে ২০ হাজার কোটি টাকা, দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী বিক্রান্তের যাত্রা শুরু শুক্রে
-
সাত মাস ধরে বেতন না পাওয়ার ‘ক্ষোভ’! বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ইনদওরের সংস্থার সাত কর্মীর
-
থানার আলমারি থেকে টাকা, গয়না উধাও! পুলিশকর্মীদেরই কাঠগড়ায় তুলছেন প্রাক্তন সাব ইনস্পেক্টর
-
দুই নাবালিকার উপর যৌন নির্যাতন, গ্রেফতার হলেন চিত্রদুর্গার মুরুঘা মঠের প্রধান শিবমূর্তি
-
বন্দিদের দেওয়া খাবার উৎকৃষ্টমানের এবং স্বাদু! বিশেষ স্বীকৃতি পেল উত্তরপ্রদেশের সংশোধনাগার
-
আস্থাভোটে জয়ী আপ, কেজরীকে সরাসরি নিশানা করলেন সাক্সেনা
এর পরই নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ শুরু হয়। গঙ্গায় নামানো হয় ডুবুরি। বুধবার নাগিনা পাসওয়ান ও বিশ্বম্ভর গৌর নামে দু’জনের দেহ উদ্ধার করা হয়। কিন্তু পাঁচ শিশুর তখনও সন্ধান পাওয়া যায়নি।
তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার ওই পাঁচ শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হল সন্ধ্যা কুমার (৬), অনিতা পাসওয়ান (১০), আলিসা যাদব (৫), কুশল যাদব (১০) ও সত্যম (১২)। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।