উত্তরাখণ্ডের মুসৌরিতে হোটেলে আগুন। শনিবার গভীর রাতে একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। আগুন নেভানোর কাজ চলছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।
পুলিশ সূত্রে খবর, ক্যামেলস ব্যাক রোডে একটি হোটেলে আগুন লাগে। শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান দমকলের। হোটেলের সামনে রাখা দু’টি গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, ওই হোটেলে সংস্কারের কাজ চলছিল। সেই সময়ই আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় হোটেলে। হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যে। পরে হোটেল থেকে সকলকে নিরাপদে বার করা হয়।