কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগে গুজরাতের প্রাক্তন আমলা তথা ভূজের জেলাশাসক প্রদীপ নিরঙ্করনাথ শর্মাকে দোষী সাব্যস্ত করল আদালত। শনিবার অহমদাবাদের একটি বিশেষ আদালত এই রায় দিয়েছে। তহবিল তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর অধীনে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ওই আধিকারিককে।
২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে গুজরাতে দায়ের হওয়া একাধিক মামলার ভিত্তিতে সম্প্রতি ফের তদন্ত শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাতেই নাম জড়ায় প্রাক্তন আইএএস প্রদীপের। দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং বেআইনি ভাবে জমি বরাদ্দের মতো নানা অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। অভিযোগ, কচ্ছের জেলাশাসক থাকাকালীন প্রদীপকে কম দামে সরকারি জমি অবৈধ ভাবে বরাদ্দ করা হয়। এর জেরে প্রদীপের ব্যক্তিগত লাভ তো হয়েছিলই, পাশাপাশি গুজরাত সরকারের অন্তত ১ কোটি ২০ লক্ষ টাকার ক্ষতি হয়।
আরও পড়ুন:
টাকা নয়ছয়ের অভিযোগের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রদীপ। কিন্তু শীর্ষ আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়। এ বার ওই মামলাতেই প্রদীপকে দোষী সাব্যস্ত করল পিএমএলএ আদালত। আদালতের পর্যবেক্ষণ, একজন বর্ষীয়ান আইএএস অফিসার হিসাবে নিজের সরকারি পদের ‘চরম অপব্যবহার’ করেছেন প্রদীপ। তাই পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রাক্তন ওই আমলাকে ৫০,০০০ টাকা জরিমানাও দিতে হবে। অনাদায়ে আরও তিন মাসের জেল হতে পারে তাঁর। এ ছাড়া, তদন্ত চলাকালীন ইডি-র নজরে থাকা প্রদীপের ১.৩২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।