Advertisement
১৫ জুন ২০২৪
ITBP

Viral: গোড়ালি ডোবা বরফে কবাডিতে মেতে আইটিবিপি জওয়ানরা, ভিডিয়ো ভাইরাল

কয়েক সপ্তাহ আগে আইটিবিপি জওয়ানদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। হিমাঙ্কের ২৫ ডিগ্রি নীচের তাপমাত্রায় হাঁটুসমান বরফের মধ্যে তাঁদের মহড়ার ভিডিয়ো প্রকাশ্যে আসে।

বরফে কবাডি। ছবি সৌজন্য টুইটার।

বরফে কবাডি। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
শিমলা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ১২:৩৪
Share: Save:

কঠিন পরিস্থিতি, দুর্যোগপূর্ণ আবহাওয়া, প্রবল ঠান্ডা উপেক্ষা করে তাঁরা আমাদের দেশকে রক্ষা করেন। সর্ব ক্ষণ যে আবহাওয়া এবং কঠিন পরিস্থিতির মধ্যে তাঁদের কাজ করতে হয় তারই একটা ঝলক প্রকাশ্যে এসেছে। তবে প্রহরারত অবস্থায় নয়। হাতে একে ৪৭ বা ঘাতক কোনও অস্ত্রও নেই। অন্য মেজাজে ধরা দিলেন তাঁরা।

অবসর সময়ে গোড়ালি ডোবা বরফের উপর কবাডি খেলে ঘাম ঝরাচ্ছেন আইটিবিপি জওয়ানরা। ৫২ সেকেন্ডের সেই ভিডিয়ো আইটিবিপি-র অফিসিয়াল হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। হিমাচল প্রদেশে দেশের ‘হিমবীর’দের এমন মেজাজে দেখে নেটাগরিকরা আপ্লুত।

এক নেটাগরিক যেমন বলেছেন, ‘বাচ্চারা মাটিতে খেলে, আর আমাদের আইটিবিপি জওয়ানরা খেলেন তুষারঢাকা পাহাড়ে।’ আবার এক জন বলেছেন, ‘আমাদের বীর সেনাদের এমন ফুরফুরে মেজাজে দেখে খুবই ভাল লাগছে। কঠোর পরিশ্রমের মাঝে অবসর সময় বার করে দুর্গম পাহাড়ে তাঁরা কবাডি খেলছেন। এটা তাঁদের পক্ষেই সম্ভব। জয় হিন্দ।’

কয়েক সপ্তাহ আগে আইটিবিপি জওয়ানদের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। হিমাঙ্কের ২৫ ডিগ্রি নীচের তাপমাত্রায় হাঁটুসমান বরফের মধ্যে তাঁদের মহড়ার ভিডিয়ো প্রকাশ্যে আসে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ITBP snow himachal pradesh Kabaddi Viral video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE