Advertisement
E-Paper

ভোটকুশলী পিকের দলের প্রথম সভাপতি হলেন বিহারের প্রাক্তন বিজেপি সাংসদ! নজরে ভোট?

২০২৪ সালের ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিন আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছিল প্রশান্ত কিশোরের (পিকে) রাজনৈতিক দল ‘জন সুরাজ পার্টি’।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৮:৫৪
Jan Suraaj Party founder Prashant Kishor names former BJP MP Uday Singh its first national president

প্রশান্ত কিশোর। —ফাইল চিত্র।

নিজে দায়িত্ব নিলেন না। ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে) তাঁর নিজের হাতে গড়া দল ‘জন সুরাজ পার্টি’র প্রথম সর্বভারতীয় সভাপতি করলেন বিহারের প্রাক্তন বিজেপি সাংসদ উদয় সিংহকে। যদিও ছ’বছর আগেই বিজেপি ছেড়েছিলেন পূর্ণিয়ার নেতা উদয়। কংগ্রেস ঘুরে এ বার তিনি পিকের দলে।

চলতি বছরের নভেম্বরে বিহারে বিধানসভা ভোট হওয়ার কথা। ইতিমধ্যেই পিকে জানিয়েছেন, তাঁর দল সেই ভোটে লড়বে। প্রসঙ্গত, গত বছরের ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছিল পিকের রাজনৈতিক দল ‘জন সুরাজ পার্টি’। তার প্রায় দু’বছর আগে বিহারে ‘জন সুরাজ’ নামে একটি মঞ্চ গড়ে ধারাবাহিক ভাবে নানা আর্থ-সামাজিক কর্মসূচি পালন করেছিলেন আইপ্যাকের প্রতিষ্ঠাতা।

নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরে পিকে অবসরপ্রাপ্ত কূটনীতিক মনোজ ভারতীকে কার্যকরী সভাপতি মনোনীত করেছিলেন। মধুবনীর বাসিন্দা দলিত মনোজের পরিবর্তে এ বার স্থায়ী ভাবে উদয় দায়িত্ব পেলেন। ২০০৯ এবং ২০১৪ সালের ভোটে পূর্ণিয়া থেকে বিজেপির টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন উদয়। ২০১৯ সালে মনোনয়ন না পেয়ে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন। কিন্তু জিততে পারেননি। উদয়ের মা আশির দশকে দু’বার পূর্ণিয়া থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন।

Prashant Kishor Jan Suraaj Party PK Bihar Bihar Assembly Election 2025 IPAC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy