Advertisement
০৪ অক্টোবর ২০২৪
Liquor

আমদাবাদ-পটনা ট্রেনের কামরায় মিলল ১০ লক্ষ টাকারও বেশি মদ, গ্রেফতার ২৩

গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনের মধ্যে তল্লাশি অভিযান চালায় আরপিএফ। সেই সময়ই প্রচুর পরিমাণে মদ বাজেয়াপ্ত করা হয়।

 মোট বাজেয়াপ্ত করা মদের পরিমাণ ১৩ হাজার ৮০৬ লিটার। গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে।

মোট বাজেয়াপ্ত করা মদের পরিমাণ ১৩ হাজার ৮০৬ লিটার। গ্রেফতার করা হয়েছে ২৩ জনকে। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১৬:০২
Share: Save:

বিহারে বিষমদ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই চলন্ত ট্রেন থেকে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করল রেলওয়ে পুলিশ (আরপিএফ)। আমদাবাদ-পটনা স্পেশাল ট্রেন থেকে প্রচুর পরিমাণে ভারতে তৈরি বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিহারের দানাপুর আরপিএফ। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

রেলওয়ে পুলিশ সূত্রে খবর, মোট বাজেয়াপ্ত করা মদের পরিমাণ ১৩ হাজার ৮০৬ লিটার। যার বাজারমূল্য ১০ লক্ষ টাকারও বেশি। এই ঘটনায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই ট্রেনে তল্লাশি চালায় আরপিএফ। সেই অভিযানেই উদ্ধার করা হয় মদ।

দানাপুর আরপিএফের সিনিয়র কমান্ডান্ট প্রকাশ কুমার পণ্ডা জানিয়েছেন, নতুন বছর উপলক্ষে করতে প্রচুর পরিমাণে মদের বোতল নিয়ে ট্রেনে উঠেছিলেন ধৃতরা। গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনে তল্লাশি চালানো হয়। দিলদারনগর স্টেশনে ট্রেনটি পৌঁছনোর পর প্রতিটি কামরায় অভিযান চালায় আরপিএফ। সেই সময়ই উদ্ধার করা হয় মদ। পাকড়াও করা হয়েছে ২৩ জনকে।

কয়েক দিন আগে বিহারে বিষমদ কাণ্ড ঘিরে হইচই পড়ে গিয়েছিল। বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৭০ জনের। সম্প্রতি দিল্লি থেকে এই কারবারের অন্যতম এক চক্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Liquor Bihar train national news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE