Advertisement
১১ মে ২০২৪
Om Birla

লাতিন আমেরিকায় প্রথম, মেক্সিকোয় স্বামী বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করলেন লোকসভার স্পিকার

ওম বলেন, ‘‘এই মূর্তি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। বিশেষত, বিশ্বের এই প্রান্তের তরুণ সম্প্রদায়ের কাছে মূর্তিটি পরিবর্তনের দিশারি হয়ে উঠবে, যা দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।’’

মেক্সিকোয় বিবেকানন্দের মূর্তির উদ্বোধন করলেন ওম বিড়লা।

মেক্সিকোয় বিবেকানন্দের মূর্তির উদ্বোধন করলেন ওম বিড়লা। টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৮:১০
Share: Save:

স্বামী বিবেকানন্দের মূর্তি বসল মেক্সিকোয়। লাতিন আমেরিকায় এই প্রথম। উদ্বোধন করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। স্বামীজির মূর্তি উদ্বোধন করে ওম বলেন, ‘‘বিবেকানন্দের বাণী কালোত্তীর্ণ। তাঁর কথা সব যুগেই সমান প্রাসঙ্গিক।’’

গত ৩১ অগস্ট সরকারি সফরে মেক্সিকোয় গিয়েছিলেন ওম। সঙ্গে ছিলেন তিন জন সাংসদ, লোকসভার মহাসচিব এবং লোকসভার সচিবালয়ের উচ্চপদস্থ কর্মীরা। শুক্রবার সফর শেষ করে ভারত রওনা দেন তাঁরা। তার আগে মেক্সিকোর পার্লামেন্ট হাউস চত্বরে ‘ইন্ডিয়া-মেক্সিকো ফ্রেন্ডশিপ গার্ডেন’-এর উদ্বোধন করেন ওম। সেখানে তিনি বলেন, ‘‘এই বন্ধুত্বের উদ্যান দুই দেশের মিত্রতা আরও দৃঢ় করার লক্ষ্যে অনুঘটকের কাজ করবে। গোটা বিশ্বের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তি প্রদান করবে।’’

বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করে ওম বলেন, ‘‘এই মূর্তি মানুষের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। বিশেষ করে, বিশ্বের এই প্রান্তের তরুণ সম্প্রদায়ের কাছে এই মূর্তি পরিবর্তনের দিশারি হয়ে উঠবে, যা দেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে।’’ ওমের মতে, বিবেকানন্দের বাণী দেশ ও সময়ের গণ্ডি অতিক্রম করে সর্বকালীন হয়ে উঠেছে।

ওম মেক্সিকোর বিখ্যাত চাপিঙ্গো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পাণ্ডুরঙ্গ সদাশিব খানখোজেরও একটি মূর্তি উদ্বোধন করেছেন। সেখানে তিনি বলেন, ‘‘পাণ্ডুরঙ্গ এক জন ভারতীয় বিপ্লবী, গবেষক এবং কৃষিবিজ্ঞানী ছিলেন। তাঁকেই গদর পার্টির প্রতিষ্ঠাতা বলেও মনে করা হয়।’’ ১৯২০-র দশোকে পাণ্ডুরঙ্গ মেক্সিকোর ন্যাশনাল স্কুল অব এগ্রিকালচারে অধ্যাপনা করেছিলেন। মেক্সিকোর কৃষি ব্যবস্থার উন্নয়নে পাণ্ডুরঙ্গকে সত্যিকারের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন ওম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Om Birla loksabha Mexico Swami Vivekananda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE