Advertisement
E-Paper

রবিবার বৈঠকে বিজেপির সংসদীয় বোর্ড, এনডিএ বসছে মঙ্গলবার! ধনখড়ের উত্তরসূরি চূড়ান্ত করার তোড়জোড়?

পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠান তিনি। পর দিন সকালেই সেই ইস্তফা গৃহীত হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৯:৩২
NDA parliamentary meeting on Tuesday may discuss the candidate for the vice presidential election

জগদীপ ধনখড়। —ফাইল চিত্র।

বিজেপির সংসদীয় বোর্ড রবিবার বৈঠকে বসছে। মঙ্গলবার বৈঠক রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ডোটের। ৪৮ ঘণ্টার ব্যবধানে হতে চলা এই দুই বৈঠক ঘিরে আলোচনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। এনডিএ সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এই বৈঠক থেকেই উপরাষ্ট্রপতি নির্বাচনে শাসক জোটের প্রার্থী কে হবেন, তা চূড়ান্ত হয়ে যেতে পারে।

গত ৬ অগস্ট বিজেপির তরফে প্রস্তাব গ্রহণ করা হয়, উপরাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। রবিবার সকালে বিজেপি সদর দফতরে বৈঠক করবে বিজেপির সংসদীয় বোর্ড। তার পর মঙ্গলবার এনডিএর বৈঠক।

পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠান তিনি। পর দিন সকালেই সেই ইস্তফা গৃহীত হয়। ধনখড় ইস্তফাপত্রে লিখেছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই এই পদ ছাড়ার সিদ্ধান্ত। যদিও এই তত্ত্ব বিরোধী দলগুলি মানেনি। বেশ কিছু দিন ধরেই উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের পদ থেকে ধনখড়কে সরাতে চেয়েছিলেন বিরোধীরা। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনা হয়েছিল। সেই আবহে হঠাৎ পদ থেকে সরে দাঁড়ানোকে ‘অস্বাভাবিক’ বলেই মনে করেন বিরোধীরা।

তার পর গত ৭ অগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ সেপ্টেম্বর হবে নির্বাচন। তবে ২১ অগস্ট পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে ২২ অগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ অগস্ট। যদি সর্বসম্মতিক্রমে কেউ উপরাষ্ট্রপতি হন, তা হলে নির্বাচনের প্রয়োজন পড়বে না। আর যদি একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন, তা হলে নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়বে। সে ক্ষেত্রে নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। ওই দিনই ফলপ্রকাশ করা হবে।

২০২২ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী ধনখড়ের বিরুদ্ধে মার্গারেট আলভাকে প্রার্থী করেছিল কংগ্রেস। ১৭টি বিরোধী দল ধনখড়কে সমর্থন করলেও তৃণমূল সমর্থন দেয়নি। বাংলার শাসকদলের বক্তব্য ছিল, কংগ্রেস একতরফা ভাবে প্রার্থী ঘোষণা করেছে। তা তৃণমূল মানবে না। ধনখড়কে ভোটের মাধ্যমেই নির্বাচিত হতে হয়েছিল। প্রার্থী ধনখড়ের উত্তরসূরি কে হবেন, তা সম্ভবত মঙ্গলবারই চূড়ান্ত করে ফেলবে এনডিএ। কারণ, বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।

বিজেপি কাকে প্রার্থী করবে, তা নিয়ে ইতিমধ্যেই একাধিক নাম ঘিরে জল্পনা শুরু হয়েছে। তালিকায় রয়েছে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা, বিহারের রাজ্যপাল আতিফ মহম্মদ খান, গুজরাতের রাজ্যপাল আচার্য দেবরথ, কর্নাটকের রাজ্যপাল তাওয়ারচাঁদ গহলৌত, সিকিমের রাজ্যপাল ওম মথুর, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্হার নাম। আরএসএসের তাত্ত্বিক নেতা শেষাদ্রি চারির নাম নিয়েও গুঞ্জন রয়েছে দিল্লির রাজনীতিতে। আলোচনা শোনা যাচ্ছে রাজ্যসভার বর্তমান ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের নামও।

Vice President Election Jagdeep Dhankhar NDA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy