বিহার নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে আজ সরকারি চাকরির নিয়োগপত্র বিলির অনুষ্ঠান ‘রোজগার মেলা’য় ৫১ হাজার নিয়োগপত্র বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, শুধুমাত্র এই রোজগার মেলার মাধ্যমেই সাম্প্রতিক অতীতে ১১ লক্ষ নিয়োগপত্র দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারি হিসাব অনুযায়ী, গত এক বছরে ১ লক্ষ এবং তার আগের দেড় বছরে ১০ লক্ষ ব্যক্তিকে সরকারি চাকরির চিঠি দেওয়া হয়েছে।
সরকারি নিয়োগপত্র দেওয়ার মেলাকে দেশাত্মবোধ এবং দেশের সেবার সঙ্গে আজ সংযুক্ত করেছেন মোদী। মনে করিয়ে দিয়েছেন, এ কেবল চাকরি পাওয়া নয়, দেশের সেবা করা। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, মোদীর জমানায় ‘শূন্যপদের মহামারী’ লেগে গিয়েছে। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “যুব বেকারত্বের হার, জাতীয় বেকারত্বের গড় হারের প্রায় তিন গুণ। শিক্ষক থেকে চিকিৎসক, বিজ্ঞানী থেকে নিরাপত্তা কর্মী, খালি পদে নিয়োগ না করার এই ব্যামো কাউকে ছাড়েনি। রেলের ৬৪ হাজার
খালি পদের জন্য ২ কোটি আবেদন জমা পড়েছিল!”
প্রধানমন্ত্রী আজ বলেছেন, “যুব সম্প্রদায়কে শক্তিশালী করা বিজেপি-এনডিএ সরকারের অগ্রাধিকার। যুবশক্তির স্বপ্নকে চরিতার্থ করার এক মাধ্যম হয়ে উঠেছে রোজগার মেলা। এই উদ্যোগ শুধুমাত্র সরকারি চাকরিতেই আবদ্ধ নেই। গোটা দেশে ‘পিএম বিকশিত ভারত রোজগার যোজনা’র অধীনে সাড়ে তিন কোটি যুবককে চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।”
পাশাপাশি প্রতিভা সেতু পোর্টালের উল্লেখ করে মোদী বলেছেন, “যে সব প্রার্থী ইউপিএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েও চূড়ান্ত তালিকায় ঢুকতে পারেননি, তাঁদের পরিশ্রমও বিফলে যাবে না। এই পোর্টালের মাধ্যমে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি তাঁদের
ডেকে ইন্টারভিউ নিয়ে চাকরির সুযোগ দেবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)