মঞ্চে দাঁড়িয়ে আছেন বর। মঞ্চে উঠবেন কনে। জীবনের বিশেষ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন কনে। স্মরণীয় করতে তার ‘অস্ত্র’ ছিল বন্দুক। সেই বন্দুক থেকে গুলি ছোড়ার পর উঠেছিলেন মঞ্চে। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। ব্যাপকহারে ভাইরাল হয় সেটি। ভাইরাল হওয়ার পর স্থানীয় পুলিশ প্রশাসনের নজর এড়ায়নি। এর পরই গ্রেফতার করা হয়েছে ওই কনেকে। বিয়েতে উপস্থিত অতিথিদের তাক লাগাতে গিয়ে জেলে ঢুকতে হয়েছে ওই যুবতীকে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার জেঠওয়াড়া এলাকায়। বিয়েতে বন্দুক চালিয়ে গ্রেফতার হওয়া ওই যুবতীর নাম রূপা পাণ্ডে। বিয়েতে বন্দুক চালানোর ভিডিয়ো ভাইরাল হতেই অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি অতিমারি পরিস্থিতিতে লোক সমাগমের জন্য অতিমারি আইনেও মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।
सोशल मीडिया पर 30 मई का वीडियो वायरल है. प्रतापगढ़ के जेठवारा थाना क्षेत्र के लक्ष्मण का पुरवा में दुल्हन ने स्टेज पर चढ़ने के पहले अपने चाचा की लाइसेंसी रिवॉल्वर से हर्ष फायर किया. पुलिस ने नई दुल्हन रूपा पांडेय और चाचा रामनिवास पांडेय के खिलाफ मामला दर्ज कर जांच शुरू कर दी है. pic.twitter.com/lWYkL7vlVK
— The Lallantop (@TheLallantop) June 1, 2021