Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Viral Video

স্বাদের আনলক, বিরিয়ানির দোকানে দেড় কিমি লম্বা লাইন

স্থানীয়দের কাছে সম্ভবত এই দোকানের বিরিয়ানি খুবই জনপ্রিয়। তাই দোকান খুলতেই তার স্বাদ নিতে এই বিশাল লম্বা লাইন পড়েছে।

বিরিয়ানির জন্য দেড় কিলোমিটার লম্বা লাইন। ছবি: টুইটার থেকে নেওয়া।

বিরিয়ানির জন্য দেড় কিলোমিটার লম্বা লাইন। ছবি: টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ১৪:৫৮
Share: Save:

কর্নাটক সরকার আস্তে আস্তে রাজ্যের রেস্তরাঁ, খাবারের দোকানগুলি খোলার অনুমতি দিচ্ছে। অনেক দিন পর মানুষ বাইরের খাবারের স্বাদ নিতে পারছেন। তার জন্য লম্বা লাইনে দাঁড়াতেও কারও ক্লান্তি নেই। কিন্তু খাবারের দোকানের সামনে এত বড় লাইন! সত্যিই অবাক কাণ্ড। প্রায় দেড় কিলোমিটার লম্বা লাইন পড়ল এক বিরিয়ানির দোকানে।

কাবেরী নামে এক টুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার ধারে লম্বা লাইন পড়েছে। দেখে মনে হবে যেন কোনও বুথের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন। কিন্তা না, এটি বিরিয়ানির জন্য অপেক্ষা। এক রেস্তরাঁর বাইরে বিরিয়ানি ভক্তদের লাইন। বেঙ্গালুরু সিটি সেন্টার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হোসকোটে ‘আনন্দ দম বিরিয়ানি’ নামে এক রেস্তরাঁ রয়েছে। স্থানীয়দের কাছে সম্ভবত এই দোকানের বিরিয়ানি খুবই জনপ্রিয়। তাই দোকান খুলতেই তার স্বাদ নিতে এই বিশাল লম্বা লাইন পড়েছে। এটি রবিবারের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে টুইটে। পরের দিন সোমবার এই এক মিনিট ২৬ সেকেন্ডের ভিডিয়োটি পোস্ট হয়।

কোনও এক ব্যক্তি বাইকে অথবা গাড়িতে বসে সেই লম্বা লাইনের ভিডিয়ো করেছেন। ভিডিয়োটি যদিও লাইনের একদম পিছন থেকে রেকর্ড করা হয়নি, মাঝখানের কোনও একটি জায়গা থেকে তা ক্যামেরাবন্দী করা হয়েছে। তাতেই লাইনটি এতটা লম্বা দেখাচ্ছে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত তা ক্যামেরায় ধরা পড়ত তবে কেমন হত ভাবুন।

আরও পড়ুন: গায়ে হলুদে সোশ্যাল ডিস্টেন্সিং, মাথা খাটালে সবই সম্ভব​

আরও পড়ুন: শুভক্ষণে দুর্ঘটনা, চুম্বন মুহূর্তে প্রেমিকার পা মুখে লেগে নদীতে যুবক

দেখুন বিরিয়ানি ভক্তদের সেই লাইন:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video Biryani Bengaluru Restaurant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE