Advertisement
০৪ মে ২০২৪
Zoo

নন্দনকাননে নতুন অতিথির আগমন, ফুটফুটে তিন শাবকের জন্ম দিল সাদা রঙের বাঘিনী

নতুন বছরের শুরুতে ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানায় খুশির আমেজ। তিন শাবকের জন্ম দিল এক বাঘিনী।

নতুন বছরের শুরুতে নন্দনকানন চিড়িয়াখানায় ৩ শাবকের জন্ম দিল এক বাঘিনী।

নতুন বছরের শুরুতে নন্দনকানন চিড়িয়াখানায় ৩ শাবকের জন্ম দিল এক বাঘিনী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ভুবনেশ্বর শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৫:০৫
Share: Save:

নতুন বছরের শুরুতেই রূপার পরিবারে খুশির হাওয়া। দ্বিতীয় বার মাতৃত্বের স্বাদ পেল সে। জন্ম নিল ফুটফুটে ৩টি শাবক। নতুন তিন খুদেকে পেয়ে উচ্ছ্বসিত ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানাও।

রূপা আসলে একটি সাদা রঙের বাঘিনী। গত শুক্রবার ওই বাঘিনী ৩ শাবকের জন্ম দিয়েছে। তিন শাবকই বর্তমানে সুস্থ রয়েছে। এ নিয়ে নন্দনকাননে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮। ওই শাবকগুলির প্রজাতি সম্পর্কে এখনই জানা যায়নি। একটি শাবকের গায়ের রং সাদা। বর্তমানে রূপার বয়স সাড়ে ৪ বছর।

চিড়িয়াখানা সূত্রে খবর, শুক্রবার বিকেল ৩টে ২৫ মিনিটে প্রথম শাবকের জন্ম হয়। দ্বিতীয় শাবকের জন্ম হয় বিকেল ৩টে ৩৩ মিনিটে। বিকেল ৫টায় জন্ম হয় তৃতীয় শাবকের। ৪টি সিসিটিভি ক্যামেরায় সর্বক্ষণ নজরে রাখা হচ্ছে রূপাকে। এ কথা জানিয়েছেন নন্দনকানন চিড়িয়াখানার ডেপুটি ডিরেক্টর সঞ্জিত কুমার।

নন্দনকাননে রূপার কাছে আনা হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার রাজেশকে। তাদের মিলনের ১০৫ দিন পর প্রথম শাবকের জন্ম দিয়েছিল রূপা। এর আগে ২০২২ সালের ১১ মার্চ ৩ শাবকের জন্ম দিয়েছিল রূপা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Zoo Tiger national news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE