Advertisement
E-Paper

সৌদিতে ওয়েইসি, ব্রাজ়িলে তারুর! বাংলারও দু’জন কেন্দ্রের ৫৯ জনের প্রতিনিধিদলে, কাকে কোন দেশে পাঠাচ্ছেন মোদী

সাতটি প্রতিনিধিদলের নেতাদের নাম শনিবারই ঘোষণা করেছিল কেন্দ্র। এ বার প্রকাশ্যে এল দলের সদস্যদের ৫৯ জনের সম্পূর্ণ তালিকা। তাতে রয়েছেন পশ্চিমবঙ্গের দু’জন প্রতিনিধিও।

photo of Narendra Modi

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১০:১০
Share
Save

‘অপারেশন সিঁদুর’ অভিযান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা নিয়ে দেশে দেশে ঘুরবে কেন্দ্রীয় সরকারের তৈরি সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল। সাত দলে মোট ৫৯ জন সদস্য আছেন। তাঁদের মধ্যে অধিকাংশই রাজনীতিবিদ। এ ছাড়া কয়েক জন কূটনীতিককেও দলে রেখেছে কেন্দ্র। তাঁরা মোট ৩২টি দেশে ঘুরবেন। যাবেন ইউরোপীয় ইউনিয়নের সদর দফতরেও। এই ৫৯ জনের প্রতিনিধিদলের মধ্যে বাংলার দু’জন সাংসদ রয়েছেন। কে কোন দলের সঙ্গে কোন দেশে যাবেন, সরকার তার তালিকা প্রকাশ করেছে।

সাতটি প্রতিনিধিদলের নেতাদের নাম শনিবারই ঘোষণা করেছিল কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রক। ওই সাত দলের নেতৃত্ব দেবেন যথাক্রমে কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউয়ের সঞ্জয়কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র শিবসেনার শ্রীকান্ত শিন্ডে। তাঁদের অধীনে প্রতিনিধিদলে পাঁচ থেকে ছ’জন করে সদস্য থাকছেন। বাংলার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকে এই দলে রাখা হয়েছে। ইউসুফ আছেন সঞ্জয়কুমারের দলে। শমীককে রাখা হয়েছে রবিশঙ্করের দলে। লোকসভার তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছিল এই দলে যোগ দেওয়ার জন্য। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারছেন না।

আগামী ২৩ মে থেকে যাত্রা শুরু করবে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদলগুলি। কেন্দ্রের প্রকাশিত তালিকা অনুযায়ী—

  • প্রথম দল যাবে সৌদি আরব, কুয়েত, বাহরিন এবং আলজেরিয়ায়। এই দলের নেতৃত্বে বৈজয়ন্ত পাণ্ডা। দলের অন্যান্য সদস্যের তালিকায় আছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, রেখা শর্মা, নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফাঙ্গনোন কোন্যাক, মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজ়াদ এবং কূটনীতিক হর্ষবর্ধন শ্রীংলা।
  • দ্বিতীয় দলটির নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। এই দল যাবে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নে। এই দলে আছেন বিজেপির দগ্গুবতী পুরন্দেশ্বরী, শিবসেনার (উদ্ধব ঠাকরে) প্রিয়ঙ্কা চতুর্বেদী, গুলাম আলি খাটানা, কংগ্রেসের অমর সিংহ, বিজেপির শমীক ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবর এবং কূটনীতিক পঙ্কজ সরন।
  • সঞ্জয়কুমারের দলটি যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরে। এই দলে আছেন বিজেপির অপরাজিতা সারঙ্গি, তৃণমূলের ইউসুফ পাঠান, বিজেপি সাংসদ ব্রিজ লাল, সিপিএম সাংসদ জন ব্রিট্টাস, বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া, হেমাঙ্গ জোশি, কংগ্রেসের সলমন খুরশিদ এবং কূটনীতিক মোহন কুমার।
  • চতুর্থ দলের নেতৃত্ব দেবেন একনাথের পুত্র শ্রীকান্ত শিন্ডে। তাঁর দল যাবে সংযুক্ত আরব আমিরশাহি, কঙ্গো এবং পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। এই দলে আছেন বিজেপির বাঁসুরি স্বরাজ, আইইউএমএল সাংসদ মহম্মদ বশির, বিজেপির অতুল গর্গ, মননকুমার মিশ্র, বিজেডি সাংসদ সস্মিত পাত্র, প্রাক্তন বিজেপি সাংসদ এসএস অহলুওয়ালিয়া এবং কূটনীতিক সুজন চিনয়।
  • পঞ্চম দলের নেতা শশী তারুর। এই দল যাবে আমেরিকা, পানামা, গুয়ানা, ব্রাজ়িল এবং কলম্বিয়ায়। এই দলে আছেন এলজেপি সাংসদ শাম্ভবী, জেএমএম সাংসদ সরফরাজ় আহমেদ, টিডিপি সাংসদ জিএম হরিশ বালযোগী, বিজেপি সাংসদ শশাঙ্ক মানি ত্রিপাঠী, ভুবনেশ্বর কলিতা, তেজস্বী সূর্য, শিবসেনার মিলিন্দ মুরলী দেওরা এবং কূটনীতিক তরণজিৎ সিংহ সান্ধু।
  • ষষ্ঠ দলটি যাবে স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়ায়। এই দলের নেতৃত্বে কানিমোঝি করুণানিধি। এ ছাড়া আছেন সমাজবাদী পার্টির রাজীব রাই, ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মিলন আলতাফ আহমেদ, বিজেপির ব্রিজেশ চৌটা, আরজেডির প্রেমচাঁদ গুপ্তা, আপের অশোককুমার মিত্তল এবং কূটনীতিক মনজীব এস পুরী ও জাভেদ আশরাফ।
  • এনসিপির সুপ্রিয়া সুলে নেতৃত্ব দেবেন সপ্তম প্রতিনিধিদলের। এই দল যাবে মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। এই দলে আছেন বিজেপির রাজীব প্রতাপ রুডি, অনুরাগ ঠাকুর, আপ সাংসদ বিক্রমজিৎ সিংহ সাহনি, কংগ্রেসের মণীশ তিওয়ারি, টিডিপির লভু শ্রীকৃষ্ণ দেবরয়ালু, কংগ্রেসের আনন্দ শর্মা, বিজেপির ভি মুরলীধরণ এবং কূটনীতিক সইদ আকবরউদ্দিন।
Narendra Modi Pahalgam Terror Attack Operation Sindoor Shashi Tharoor Yusuf Pathan Samik Bhattacharya BJP Congress

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।