Advertisement
০৩ মে ২০২৪
Teacher Recruitment

ভুয়ো নথি দিয়ে চাকরি! কয়েকশো শিক্ষককে বাতিল করতে যোগী আদিত্যনাথের পদক্ষেপ, কাড়া হবে বেতনও

যে সময়ে এই নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে, ঘটনাচক্রে, সেই ২০০৬-’১৬ সাল পর্যন্ত মায়াবতীর বহুজন সমাজপার্টি এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সরকার ছিল উত্তরপ্রদেশে।

যোগী আদিত্যনাথ। ফাইল চিত্র।

যোগী আদিত্যনাথ। ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৪ ১৫:২৭
Share: Save:

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ করল উত্তরপ্রদেশ সরকার। ভুয়ো নথি দিয়ে চাকরি পেয়েছেন এমন কয়েকশো শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু তাই-ই নয়, সেই সব শিক্ষকদের কাছ বেতন কেড়ে নেওয়া হবে বলেও প্রশাসন সূত্রে খবর।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, ভুয়ো নথি দেখিয়ে চাকরি পেয়েছেন এমন ৩৮২ জন শিক্ষককে প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে। দ্রুত সেই সব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ২০০৬ থেকে ২০১৬ সালের মধ্যে যে শিক্ষক নিয়োগ হয়েছে, তার মধ্যে একটি বড় সংখ্যা ভুয়ো নথি দেখিয়ে চাকরি পেয়েছেন বলে দাবি উত্তরপ্রদেশের পুলিশের এটিএস। রাজ্যের ৪৮টি জেলায় তদন্ত চালিয়ে এ রকম ৩৮২ জন শিক্ষককে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই জেলা শিক্ষা দফতরকে চিঠি দিয়ে সেই সব শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত পাঁচ বছর ধরে শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে এটিএস। তাদের দাবি, ভুয়ো মার্কশিট, জাল শংসাপত্র এবং জাল নথি দেখিয়ে শিক্ষকের চাকরি পেয়েছেন অনেকে। এ বার সেই ভুয়ো শিক্ষকদের খুঁজে খুঁজে বার করার কাজ শুরু করেছে যোগী আদিত্যনাথের সরকার। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই দেবরিয়া জেলার ৮৫ শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। ওই জেলা থেকেই আরও ৫২ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এ ছাড়াও মথুরা থেকে ৪৩ এবং সিদ্ধার্থনগর থেকে ২৯ জন শিক্ষককে চিহ্নিত করা হয়েছে। ফলে তাঁরা যদি দোষী প্রমাণিত হন, তা হলে চাকরি বাতিল তো হবেই, সেই সঙ্গে এত দিন পর্যন্ত যা বেতন পেয়েছেন, তা-ও আদায় করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।

যে সময়ে এই নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে, ঘটনাচক্রে, সেই ২০০৬-’১৬ সাল পর্যন্ত মায়াবতীর বহুজন সমাজপার্টি এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সরকার ছিল উত্তরপ্রদেশে। ২০০৬ সালে সমাজবাদী পার্টির সরকার ছিল উত্তরপ্রদেশে। মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম সিংহ যাদব। তার পর ২০০৭ সালে ক্ষমতায় আসেন মায়াবতী। ২০১২ পর্যন্ত তাঁর সরকার ক্ষমতায় ছিল। ২০১২-তে আবার ক্ষমতায় আসে সমাজবাদী পার্টি। মুখ্যমন্ত্রী ছিলেন অখিলেশ যাদব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teacher Recruitment Uttar Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE