Advertisement
২৩ এপ্রিল ২০২৪

৫০ লক্ষ কোভ্যাক্সিন কিনতে আগ্রহী ব্রাজিলের বেসরকারি ক্লিনিক অ্যাসোসিয়েশন

ভারতে কোভ্যাক্সিনকে জরুরিকালীন ব্যবহারের জন্য অনুমতি দিতেই সেই টিকা নিয়ে আগ্রহ দেখাল ব্রাজিল।

কোভ্যাক্সিন। ফাইল ছবি।

কোভ্যাক্সিন। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
রিও ডি জেনেইরো শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ১০:৪১
Share: Save:

সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি ভারত বায়োটেকের কোভিড টিকা কেনার বিষয়ে আগ্রহ দেখাল ব্রাজিল। সে দেশের প্রাইভেট হেল্থ ক্লিনিক অ্যাসোসিয়েশন রবিবার এ কথা জানিয়েছে। ভারতে কোভ্যাক্সিনকে জরুরিকালীন ব্যবহারের জন্য অনুমতি দিতেই সেই টিকা নিয়ে আগ্রহ দেখাল ব্রাজিল। ব্রাজিলিয়ান অ্যাসোসিয়েশন অব ভ্যাকসিন ক্লিনিকস (এবিসিভিএসি) তাঁদের ওয়েবসাইটে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন কেনা নিয়ে মৌ স্বাক্ষরের কথাও জানিয়েছে।

ব্রাজিলে টিকা সংক্রান্ত ছাড়পত্র দেয় ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রকরা। সেই হিসাবে এখনও কোনও টিকাকেই ছাড়পত্র দেয়নি লাতিন আমেরিকার এই দেশ। তবে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলা ভারতীয় টিকা ছাড়পত্র পাবে বলে আশাবাদী সেখানকার ক্লিনিক অ্যাসোসিয়েশন। ওই সংস্থা ইতিমধ্যেই ৫০ লক্ষ কোভ্যাক্সিনের ডোজ কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

করোনা অতিমারিতে মোট আক্রান্তের নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। মৃত্যুতে আমেরিকার পরেই রয়েছে এই দেশ। কিন্তু করোনা টিকাকরণ নিয়ে কোনও পরিকল্পনার কথা শোনা যায়নি সে দেশের অতি দক্ষিণপন্থী শাসক বোলসোনারোর গলায়। যা নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। ভারত বায়োটেকের সঙ্গে ব্রাজিলের প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশন কোভ্যাক্সিন কেনার চুক্তি হয়েও যায় তবুও তা যে সে দেশের উচ্চবিত্ত মানুষের জন্যই হবে তা-ও জানিয়েছে সংস্থা।

আরও পড়ুন: পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ৪ চরিত্রের করোনাভাইরাস, সতর্ক করল হু

এবিসিভিএসি কোভ্যাক্সিন নিয়ে যে পরিকল্পনার কথা জানিয়েছে তাতেও এই বিষয়টি স্পষ্ট। ওই সংস্থা জানিয়েছে, ব্রাজিলে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা যাঁরা ব্যবহার করেন অর্থাৎ যাঁরা বিত্তশালী তাঁদের টিকা দেওয়া নিশ্চিত করতেই ভারত বায়োটেকের সঙ্গে চুক্তি করা হচ্ছে। এবিসিভিএসি-র প্রেসিডেন্ট গেরাল্ডো বারবোসা এক সংবাদমাধ্যমকে এ ব্যাপারে বলেছেন, ‘‘বেসরকারি বাজারে টিকা পরিষেবা দেওয়ার উপায় খুঁজছি আমরা। ভারতীয় টিকা দিয়েই সেই বিষয়টি মেটাতে চাইছি। এই টিকা নিয়ে আমরা আশাবাদী।’’ যদিও সে দেশের গরিব মানুষরা কী টিকা পাবেন, সে পরিকল্পনা এখনও অথৈ জলে। বোলসোনারো সরকার টিকাকরণ নিয়ে এখনও কোনও পরিকল্পনার কথা জানায়নি।

ভারত বায়োটেক এবং সেরামের সঙ্গে মিলে তৈরি অক্সফোর্ড টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ভারত বায়োটেকের কোভ্যাক্সিন তৃতীয় পর্যায়ের ট্রায়ালে থাকায় তার ছাড়পত্র নিয়ে উঠছে প্রশ্ন। এর মধ্যেই অন্যদেশ এই টিকা কেনার ব্যাপারে আগ্রহ দেখাল।

আরও পড়ুন: ভোট জোগাড় করে দিতেই হবে, ট্রাম্পের ‘হুমকি’ ফাঁস হতেই আবার শুরু বিতর্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Covaxin Brazil Coronavirus Vaccine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE