Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bangladesh

বাংলাদেশে কত লক্ষ টাকায় ‘বস’ বিক্রি হয়েছে জানেন?

কারণ, সম্প্রতি যে দামে বিক্রি হয়েছে বস, তা নিয়েই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

এই ষাঁড়ই বিক্রি হয়েছে ৩৭ লক্ষ বাংলাদেশি টাকায়।  ছবি: এএফপি।

এই ষাঁড়ই বিক্রি হয়েছে ৩৭ লক্ষ বাংলাদেশি টাকায়। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৯ ১৭:৪৫
Share: Save:

আগামী সপ্তাহে ইদ। সেই উপলক্ষ্যে বাংলাদেশে ছাগল, ভেড়া, গরু, উটের চাহিদা তুঙ্গে। ইদ উপলক্ষ্যে প্রায় এক কোটি পশু হত্যা হবে বলে আন্দাজ। কিন্তু এত প্রাণীর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ‘বস’ নামের একটি অতিকায় ষাঁড়। কারণ, সম্প্রতি যে দামে বিক্রি হয়েছে বস, তা নিয়েই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

বসের জন্ম আমেরিকায়। বছর খানেক আগে সেখান থেকে ঢাকার অদূরে একটি ফার্মে নিয়ে আসা হয় তাকে। বসের পালক মহম্মদ ইমরান হোসেন বলেছেন, ‘‘বসের ওজন প্রায় এক হাজার ৪০০ কেজি।’’ আর নিলামে সেটি বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ লক্ষ টাকায়। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তার দাম ৩০ লক্ষ টাকারও বেশি।

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার মতে, বাংলাদেশে বিক্রি হওয়া গবাদির পশুর দাম অনুসারে এটি একটি নতুন রেকর্ড। বাংলাদেশের এক বস্ত্র কারখানার মালিক ‘বস’কে কিনেছেন বলে জানিয়েছেন মহম্মদ। কিন্তু তাঁর নাম প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: পর্যটকদের গাড়িকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে রাগী হাতি! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: সুইচবোর্ডে মুখ দিয়ে বিড়ালটির কী হাল হল! দেখুন…

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Price Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE