Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International News

করোনাভাইরাসে উহানে মৃত্যু প্রথম বিদেশি নাগরিকের, মৃতের সংখ্যা বেড়ে ৭২৪, আক্রান্ত ৩৪ হাজারেরও বেশি

বিশ্বে কী ভাবে বাড়ছে মৃতের সংখ্যা, দেখুন ‘হু’-র লাইভ আপডেট।

করোনাভাইরাসে আক্রান্তের চিকিৎসা চলছে উহানের হাসপাতালে। ছবি- এএফপি।

করোনাভাইরাসে আক্রান্তের চিকিৎসা চলছে উহানের হাসপাতালে। ছবি- এএফপি।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৭
Share: Save:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মার্কিন নাগরিকের মৃত্যু হল চিনের উহানে। বেজিংয়ে মার্কিন দূতাবাস শনিবার এই খবর দিয়েছে। উহানে মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়ে এই প্রথম মৃত্যু হল কোনও বিদেশি নাগরিকের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (‘হু’) খবর, এ দিন বেলা ১২টা পর্যন্ত গোটা বিশ্বে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪-এ। আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৮৮৮।

কী ভাবে গোটা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস আর প্রায় প্রতি মুহূর্তেই বাড়ছে তার শিকারের সংখ্যা, ‘হু’ তার লাইভ আপডেট দিতে শুরু করেছে।

বেজিংয়ের আমেরিকার দূতাবাস জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উহানে যে মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে তাঁর বয়স ৬০। আক্রান্ত সন্দেহে তাঁকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভর্তি করানো হয়েছিল উহানের একটি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- চিন: সব প্রতিবেশীকেই সাহায্যের প্রস্তাব দিয়েছিলাম, রাজি হয়েছে শুধু মলদ্বীপ, রাজ্যসভায় জয়শঙ্কর

আরও দেখুন- করোনাভাইরাস: নেই প্রতিষেধক, কী ভাবে ছড়িয়ে পড়ছে জানলেই রোখা যাবে অসুখ​

এর আগে যে দুই বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাঁদের দু’জনেই উহান থেকে নিজেদের দেশে ফিরে গিয়েছিলেন। তাঁদের এক জন হংকংয়ের নাগরিক। অন্য জন ফিলিপিন্সের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE