Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Extinction Of Elephants

একা চার হাজার পশু মেরে এখন হাতিদের ত্রাতা টনি

টনি (৮৯) তাঁর জীবনে ১,৩১৭টি হাতি, ১২৭টি কালো গণ্ডার, ১৬৭টিচিতাবাঘ, ২০৯৩টি মহিষ ও ৩৪০টি সিংহ মেরেছেন

সারা জীবনে ২০৯৩টি মহিষ মেরেছেন টনি। ছবি : ফেসবুক থেকে নেওয়া।

সারা জীবনে ২০৯৩টি মহিষ মেরেছেন টনি। ছবি : ফেসবুক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০১৯ ১৫:৪০
Share: Save:

টনি স্যানচেজ-অ্যারিনো যিনি এক সময় একের পর এক পশু শিকার করেছেন। এখন তিনিই হাতি বাঁচাতে লড়ে যাচ্ছেন।

একটি রিপোর্টে প্রকাশ, টনি (৮৯) তাঁর জীবনে ১,৩১৭টি হাতি, ১২৭টি কালো গণ্ডার, ১৬৭টিচিতাবাঘ, ২০৯৩টি মহিষ ও ৩৪০টি সিংহ মেরেছেন।

টনি এখন আফ্রিকায় হাতির সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন। ২০০২ সালে তাঁর প্রকাশিত একটি বইয়ে দাবি করেছেন, তিনি নিজের জীবন আফ্রিকার হাতিদের বাঁচাতে উৎসর্গ করেছেন।

টনি স্যানচেজ-অ্যারিনো ১৯৫২ সাল নাগাদ প্রথম হাতি মেরে হাতির দাঁত সংগ্রহ শুরু করেন। তখন তার বয়স ছিল ২১। এটা তার কাছে তখন খেলা ছিল।

টনি এখন বলেন, শুধু মজা করার জন্য হাতি শিকার কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। এই কারণেই এখন হাতিরা সঙ্কটে।

টনির এই পরিবর্তিত ভূমিকা নিয়ে কেউ কটাক্ষ করলেও অনেকেই প্রশংসা করেছেন।

আরও পড়ুন : বুনো হাতিকে চুমু খেতে গিয়ে রক্তাক্ত যুবক

আরও পড়ুন : কুমির আর ৫ সিংহের বিরুদ্ধে একা লড়ে গেলেন ইনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

African elephant black rhino buffalo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE