Advertisement
১৯ এপ্রিল ২০২৪
China

১৮ বছর আগে হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ফেসঅ্যাপ!

ওই অ্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কাজ করে। প্রযুক্তির সেই চাবিকাঠি ব্যবহার করেই সাফল্য পেল চিনা পুলিশ।

ফেসঅ্যাপ। প্রতীকী চিত্র: শাটারস্টক।

ফেসঅ্যাপ। প্রতীকী চিত্র: শাটারস্টক।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৯ ১৫:০৯
Share: Save:

১৮ বছর আগে বাবার কাছ থেকে হারিয়ে গিয়েছিল সে। তখন তাঁর বয়স ছিল তিন বছর। প্রায় দুই দশক পর নিজের সেই হারানো ছেলেকে ফিরে পেলেন বাবা। সৌজন্যে সম্প্রতি ভাইরাল হওয়া ফেসঅ্যাপ। ওই অ্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কাজ করে। প্রযুক্তির সেই চাবিকাঠি ব্যবহার করেই সাফল্য পেল চিনা পুলিশ।

২০০১-এ হারিয়ে যাওয়া সে দিনের সেই শিশু আজ ২১ বছরের যুবক। তাঁর নাম ইউ উইফেং। বর্তমানে তিনি গুয়ানঝাউ প্রদেশের কলেজে পড়াশোনা করেন। ফেসঅ্যাপের মাধ্যমে পুলিশ যখন তাঁকে হারিয়ে যাওয়ার কথা বলে তখন সে বিশ্বাসই করতে চাইনি। অবশেষে ডিএনএ টেস্টের মাধ্যমে তাঁর বায়োলজিক্যাল ফাদারের পরিচয় নিশ্চিত হয় বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ইউ-র বাবা একটি নির্মাণ সংস্থায় কাজ করতেন। সেখান থেকেই হারিয়ে যায় ইউ। তখন তাঁর বয়স ছিল তিন বছর। তার পর ইউ-কে খোঁজার অনেক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় পুলিশ। তার পর বিষয়টি ধামাচাপাও পড়ে গিয়েছিল। কিন্তু ফেসঅ্যাপ ভাইরাল হওয়ার পরেই সেই অ্যাপের বিপুল ডেটাবেস খতিয়ে দেখে পুলিশ। তারপরই খোঁজ মেলে ওই ইউ-এর।

আরও পড়ুন: কাশ্মীরে মধ্যস্থ হতে বলেন মোদী! ট্রাম্পের দাবি নস্যাৎ ভারতের

আরও পড়ুন: বেজিংকে ঠেকাতে মোদী ভুটানে যাচ্ছেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE