Advertisement
০২ মে ২০২৪
Balakot

বালাকোটে জঙ্গল ধ্বংস! ভারতীয় পাইলটদের বিরুদ্ধে অভিযোগ পাক বন দফতরের

বালাকোটে আদৌ কী হয়েছে, তা নিয়ে চলতে থাকা চাপানউতোরের মধ্যেই এ বার ভারতের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ আনল পাক সরকারেরর বন দফতর। সেই অভিযোগ আনা হয়েছে অজ্ঞাতপরিচয় ভারতীয় পাইলটদের বিরুদ্ধে।

বালাকোট। বোমাবর্ষণের পর। ছবি: রয়টার্স।

বালাকোট। বোমাবর্ষণের পর। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
ইসলামাবাদ শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ২১:৫২
Share: Save:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত ২৬ ফেব্রুয়ারি বোমাবর্ষণ করে জঙ্গলের ১৯টি গাছ ধ্বংস করেছেন অজ্ঞাতপরিচয় ভারতীয় পাইলটরা। ভারতীয় বায়ুসেনার পাইলটদের বিরুদ্ধে এই অভিযোগ আনল পাক সরকারের বন মন্ত্রক। পাক সংবাদপত্র এক্সপ্রেস মিডিয়াতে প্রকাশ পেয়েছে পাকিস্তানের তরফে তোলা এই চাঞ্চল্যকর অভিযোগের কথা। এখানেই শেষ নয়, ভারতীয় বায়ুসেনার বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ নিয়ে রাষ্ট্রপুঞ্জেও যাবে পাকিস্তান, এমনটাও বলা হয়েছে পাক সরকারের তরফে।

গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের পাহাড়ি এলাকা বালাকোটের জাব্বা টপে জইশ ঘাঁটি ধ্বংস করতে বোমাবর্ষণ করেন ভারতীয় বায়ুসেনার পাইলটেরা। এর পরই ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, বায়ুসেনার এই অভিযানে নিকেশ করা হয়েছে বেশ কয়েক জন জইশ জঙ্গি, প্রশিক্ষক এবং কম্যান্ডারকে। অন্য দিকে পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল, কোনও কাঠামোতেই আঘাত করতে পারেনি ভারতীয় বোমা, কয়েকটি গাছ ধ্বংস হয়েছে মাত্র।

বালাকোটে আদৌ কী হয়েছে, তা নিয়ে চলতে থাকা চাপানউতোরের মধ্যেই এ বার ভারতের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ আনল পাক সরকারেরর বন দফতর। সেই অভিযোগ আনা হয়েছে অজ্ঞাতপরিচয় ভারতীয় পাইলটদের বিরুদ্ধে।

আরও পড়ুন: ‘জঙ্গি ঘাঁটিতে ৩০০ মোবাইল কি গাছেরা ব্যবহার করছিল’, বিরোধীদের পাল্টা আক্রমণ রাজনাথের

পাক বন দফতরের পাশাপাশি পরিবেশ বিষয়ক দফতরের মন্ত্রী মালিক আমিল আসলাম বলেছেন, ‘‘ভারতীয় বায়ুসেনা একটি সংরক্ষিত অরণ্যে বোমাবর্ষণ করেছে। তার জন্য পরিবেশের ক্ষয়ক্ষতি হয়েছে। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হিসেব করে দেখার পর বিষয়টি জানানো হবে রাষ্ট্রপুঞ্জ-সহ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে।’’ বিষয়টিকে পাকিস্তান একটি নামও দিয়েছে। আমিল ইসলামের কথায়, ভারতের এই কার্যকলাপ আসলে ‘পরিবেশ সন্ত্রাস’।

আরও পড়ুন: বোমা ফেলা বালাকোটের সেই জঙ্গি ঘাঁটিতে সাংবাদিকদের ‘প্রবেশ নিষিদ্ধ’ করল পাকিস্তান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Balakot Pakistan Forest IAF Attack IAF Pilot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE