Advertisement
২৭ এপ্রিল ২০২৪
USA

সংক্রমণের রেকর্ড আমেরিকায়

এ দিকে, তাঁর চিফ অব স্টাফ করোনা পজ়িটিভ হওয়া সত্ত্বেও ভোট প্রচার বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ০২:৫৬
Share: Save:

চিকিৎসক ও বিশেষজ্ঞেরা আশঙ্কা করেইছিলেন। সেই আশঙ্কা সত্যি করে এ বার হু হু করে করোনা সংক্রমণ বাড়ছে আমেরিকায়। পরিসংখ্যান বলছে, গোটা দেশে গত শুক্র ও শনিবার যথাক্রমে ৮৪,২৪৪ এবং ৭৯,৮৫২ জন নোভেল করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের নিরিখে যা এখনও পর্যন্ত রেকর্ড।

প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে এই রেকর্ড সংক্রমণের প্রভাব ভোট বাক্সে ভাল রকমই পড়বে বলেই মনে করা হচ্ছে। তার একটা বড় কারণ হল হাড্ডাহাড্ডি লড়াই চলছে এমন পাঁচটা প্রদেশেই গত কয়েক দিন ধরে সংক্রমণের মাত্রা হু হু করে বাড়ছে। এই পাঁচ প্রদেশ হল, ওহায়ো, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভ্যানিয়া এবং উইসকনসিন। গত কয়েক দিনেই হাসপাতালে উপচে পড়া ভিড়ের চেনা ছবিটা ফিরে এসেছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও।

এ দিকে, তাঁর চিফ অব স্টাফ করোনা পজ়িটিভ হওয়া সত্ত্বেও ভোট প্রচার বন্ধ না রাখার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আমেরিকান সেন্টার্স ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের নির্দেশিকা অনুযায়ী, ১৪ দিন কোয়রান্টিনে থাকার কথা পেন্সের। কিন্তু তা না করে পেন্স গত কাল নর্থ ক্যারোলাইনা এবং আজ মিনেসোটায় প্রচার সারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

USA Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE