Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Moral Policing

দেখা যাচ্ছে বক্ষভাঁজ, নীতিপুলিশের বাধায় রেস্তরাঁয় প্রবেশ করতে পারলেন না দুই যুবতী

কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলতে নীতিপুলিশরা সর্বদা তৈরি। দেশে এবং দেশের বাইরেও এমন বহু ঘটনার নিত্য শিকার হচ্ছেন মহিলারা।

কেন দেখা যাবে বক্ষভাঁজ?

কেন দেখা যাবে বক্ষভাঁজ? ছবি- ইন্সটাগ্রাম।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ১৩:২৫
Share: Save:

বন্ধুর সঙ্গে প্যারিসের রেস্তরাঁয় খেতে গিয়ে, সেখানকার নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসায় জড়ালেন দুই যুবতী। অভিযোগ, তাঁদের পোশাক একটু বেশিই বক্ষভাঁজ প্রদর্শন করছে।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ওই মহিলা এবং তাঁর বন্ধু হেঁটে রেস্তরাঁয় আসছেন। সেখানে পৌঁছতেই ওই রেস্তরাঁর মালিক তাঁদের পথ রুখে দাঁড়ান। নেটমাধ্যম প্রভাবী বাবিঙ্কস এবং তাঁর বন্ধুকে রেস্তরাঁয় ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

বাবিঙ্কসের পরনে ছিল গোলাপি রঙের মিনি স্কার্ট। তাঁর বন্ধু পরেছিলেন কালো রঙের শার্ট এবং প্যান্ট। নেটমাধ্যম প্রভাবী ওই মহিলা, তাঁর সমাজমাধ্যমে এই গোটা ঘটনার ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, ‘আ নেকলাইন = নো রেস্তরাঁ’। অর্থাৎ উন্মুক্ত বক্ষভাঁজ মানে কোনও রেস্তরাঁয় ঢোকা যাবে না।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োটি ইতিমধ্যে ৩০ লক্ষ মানুষের চোখে পড়েছে। বাবিঙ্কসের অনুরাগীরা তো বটেই, ফ্রান্সের বহু গুণীজনও এই বিতর্কে মেতে উঠেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Moral Policing
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE