এ যেন ঠিক দুই বন্ধুর গল্প। এক জন আকার-আয়তনে একটু ছোট, আপর জন বিশাল। যে বড়, সে ধীর-স্থির আর ছোট জন চঞ্চল। কিন্তু এই বন্ধুত্বে সবচেয়ে বড় চমকটি হল, খুদে বন্ধুটি এক বছর তিনেকের শিশুকন্যা। আর বড় বন্ধুটি হল প্রকাণ্ড এক হাতি।
আরও পড়ুন:
নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গেল এমনই দৃশ্য। যেখানে বছর তিনেকের হর্ষিতা বোরা নামক খুদেকে খেলতে দেখা যাচ্ছে বিশালায়তন একটি হাতির সঙ্গে। হর্ষিতার বাড়ি অসমের গোলাঘাট জেলায়। আর তার খেলার সঙ্গী হস্তিনীর নাম বিনু।
ভিডিয়োতে দেখা যাচ্ছে চঞ্চল হর্ষিতা ছোটাছুটি করছে চারদিকে। মাঝেমধ্যে ছুটে এসে জড়িয়ে ধরছে হাতিটির পা কিংবা শুঁড়। কখনও বা পান করার চেষ্টা করছে স্তন্য। আর ধীর স্থির বিনু সস্নেহে উপভোগ করছে সব কিছুই। রইল মানুষ ও প্রকৃতির অনাবিল মিলনের সেই ভিডিয়ো।