চেনা দায়! ৩০ বছর পরে পোশাকের এমন ভোলবদলও সম্ভব? করে দেখালেন পরিচালক অনুরাগ কশ্যপের কন্যা আলিয়া কশ্যপ। দীর্ঘ দিনের প্রেমিক শেন গ্রেগয়েরের সঙ্গে দ্বিতীয় বার বিয়ে করলেন আমেরিকায়। এর আগে গত ডিসেম্বরে মুম্বইতে হিন্দু ধর্মমতে বিয়ে সেরেছিলেন তাঁরা। এ বার আমরিকায় খ্রিস্টানদের রীতি মেনে বিয়ে হল তাঁদের। বিয়ের ছবি পোস্ট করেছেন তারকা কন্যা। তবে সে বিয়েতে মুখ্য ভূমিকায় ছিল কনের পোশাক। আলিয়া তাঁর শাশুড়ির বিয়ের পোশাক, ৩০ বছরের পুরনো সাদা গাউনই গায়ে চাপিয়েছিলেন।
বিয়ের ছবি পোস্ট করে আলিয়া লিখেছেন, ‘আমাদের আমেরিকান বিয়ের জন্য, আমি আমার অপরূপা শাশুড়ির ৩০ বছর পুরনো বিয়ের পোশাক পরেছি। তাই এই গাউন আমার মনে বিশেষ স্থান পেয়েছে। কালজয়ী এবং ক্লাসিক।’ নিজের বিয়ের ছবির সঙ্গে শ্বশুর-শাশুড়ির বিয়ের ছবিও শেয়ার করেছেন আলিয়া। একই বিয়ের গাউন দু’জনেরই পরনে। কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম বদলেই আধুনিক রূপ পেয়েছে গাউনটি। জামায় কাঁচি চালিয়ে সম্পূর্ণ মেকওভার দেওয়া হয়েছে।
শেন-আলিয়ার বিয়ের মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম
লেসের কারুকার্য করা গাউন। ৩০ বছর আগে ছিল বোট-নেকের। বুকে ছিল স্যাটিনের লেসের কাজ করা। আর সে অংশের উপরে বসানো একটি গোলাপ ফুল। গাউনের হাতা ছিল পূর্ণদৈর্ঘ্যের। আর ৩০ বছর পর সেই পোশাক থেকে প্রথমেই বাদ গেল গাউনের হাতা। সেই হাতা হয়ে গেল গ্লাভস। বুকের স্যাটিনের লেস পুরোপুরি বাদ গিয়ে অফ শোল্ডার গাউনে পরিণত হয়েছে।
ঢেউখেলানো চুল খুলে রেখেছেন আলিয়া। তার উপর দিয়েই নেমে এসেছে লেসের কাজ করা ভেল বা ওড়না। হাতে বিয়ের হিরের আংটি। গলায় হিরের হার, কানে দুল। সব মিলিয়ে ৩০ বছরের পুরনো গাউন এখনও নতুনের মতোই ঝলমলে, রাজকীয়। কেবল অল্প অদলবদল।
আরও পড়ুন:
বিশ্বব্যাপী ফ্যাশনের দুনিয়ায় এখন দীর্ঘস্থায়ী, টেকসই পোশাক বা পরিধেয় তৈরির প্রচলন। যাকে ইংরেজিতে ‘সাসটেনেবল ফ্যাশন’ বলা হচ্ছে। তারই একটি অংশ হল, পোশাকের পুনর্ব্যবহার। ব্যবহার করে ফেলে দেওয়ার অভ্যাসকে ত্যাগ করে পুরনো জামাকাপড়কেই নতুন ভাবে ব্যবহার করা হচ্ছে। পরিবেশ রক্ষার্থেই মূলত এই ধরনের ফ্যাশনের সূত্রপাত। আলিয়ার এই পদক্ষেপ সেই ভাবনাকেও মর্যাদা দিচ্ছে। পুরনো জিনিসকে ব্যবহার করাই এখন আধুনিক ফ্যাশন-দুনিয়ার লক্ষ্য। নিজের বিয়ের সাজে সেই আধুনিকতাকেই জায়গা দিলেন অনুরাগ-কন্যা।