ক্রমশই চ়ড়ছে তাপমাত্রার পারদ। রোদে বেরোলেই জ্বালা ধরছে ত্বকে? অনেক সময় সানস্ক্রিন, ছাতা, টুপি ব্যবহার করেও এমন সমস্যা এড়ানো যায় না। বিশেষত বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকলে সমস্যা হয় আরও বেশি। ঠান্ডা জলের ঝাপটায় কিঞ্চিৎ স্বস্তি মেলে বটে, তবে এতে মুখের কালচে ভাব দূর হয় না।
ত্বকের জ্বালা ভাব কমাতে এবং একই সঙ্গে কালচে ভাব দূর করতে হলে, মুখের যত্ন নিতে বেছে নিতে পারেন ঘরোয়া প্যাক। গরমের দিনে এমন প্যাক মাখলে মুহূর্তে ঠান্ডা এবং স্বস্তি বোধ হবে।
চন্দন এবং গোলাপ জল
মুখে ব্রণ আছে? ফুস্কুড়ি বেরিয়ে মুখে জ্বালা হচ্ছে? তা হলে ব্যবহার করতে পারেন চন্দনগুঁড়ো। ২ টেবিল চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে ফ্রিজে রাখা ঠান্ডা গোলাপ জল মিশিয়ে নিন। মিশ্রণটি পরিষ্কার মুখে মেখে মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন। চন্দনে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান। ব্রণ, ফুস্কুড়ি কমানোর পাশাপাশি ত্বকের কালচে ভাব দূর করতে সাহায্য করবে এই প্যাক।
অ্যালো ভেরা এবং পুদিনা
ত্বকের জন্য অত্যন্ত উপকারী অ্যালো ভেরা জেল। মুখের জ্বালা ভাব কমাতে সাহায্য করে এটি। পুদিনার ব্যবহারে ত্বকে আরাম বোধ হয়। ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে কয়েকটি পুদিনা পাতা থেঁতো করে নিন। দুই উপকরণ ভাল করে মিশিয়ে মুখে মাখুন। মিনিট ১০-১৫ বাদে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
মুলতানি মাটি এবং ডাবের জল
মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে। ডাবের জল দাগ-ছোপ দূর করতে সহায়ক। ২ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ৩-৪ টেবিল চামচ ডাবের জল মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মুখে মেখে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। মুখের জ্বালা ভাব নিমেষে কমিয়ে দেবে এই প্যাক।