শীত মানেই রুক্ষ ত্বক, জেল্লা উধাও। ত্বকের ধরন শুষ্ক হলে তো সমস্যার শেষ থাকে না! তার উপর অফিসে দীর্ঘ সময় বাতানুকূল যন্ত্রচালিত ঘরে বসে কাজ করা, কম জল খাওয়ার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মুখ, হাত-পা নিমেষেই শুষ্ক হয়ে যায়।
এমন সমস্যার সমাধান লুকিয়ে কিন্তু মরসুমি ফলেই। শীতের ফলের মধ্যে কমলালেবু থাকবেই। ১০০ গ্রামের কমলালেবুতে ৪০-৭০ মিলিগ্রাম ভিটামিন সি মেলে। বলিরেখা, ত্বকের শুষ্ক ভাব দূর করতে ভিটামিন সি-এর ভূমিকা যথেষ্ট।
কমলালেবুতেই যথন সেই ভিটামিন যথেষ্ট পরিমাণে মেলে, তা হলে তা দিয়েই কেন বানাবেন না টোনার বা ক্রিম? পদ্ধতিও সহজ। তবে জেনে নিন, সেই টোনার বা ক্রিম ত্বকের কী কী উপকার করতে পারে।
জেল্লা ফেরায়: টোনার হোক বা ক্রিম, তাতে যদি কয়েক ফোঁটা অরেঞ্জ এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যায়, তা হলে শীতেও ত্বকের জেল্লা ধরে রাখা কঠিন হবে না। কমলালেবুতে রয়েছে এমন উপাদান, যা মুখ থেকে দাগছোপ তুলতে সাহায্য করে। এসেনশিয়াল অয়েল ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ফলে মুখ শুষ্ক হয়ে যায় না। তা ছাড়া এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের অকালবার্ধক্য রুখে ত্বক তরতাজা রাখতে সাহায্য করে।
কালো ছোপ দূর করে: কমলালেবুর নির্যাসে মেলে ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েডস এবং এএইচএ। প্রতিটি উপাদান শুধু মুখ ঝকঝকে করে তোলে না, ঠিকমতো ব্যবহার করলে সাময়িক ভাবে বলিরেখাও ঠেকাতে পারে।
আরও পড়ুন:
ত্বক নরম করে: প্রাকৃতিক উপাদানে ভরপুর ফলটির খোসা থেকে রস— সবটাই ত্বক-বান্ধব। ত্বক নরম এবং সুন্দর রাখতে সাহায্য। নিয়মিত ব্যবহারে ছোটখাটো সংক্রমণ যেমন হ্রাস পাবে, তেমনই ধীরে ধীরে ত্বকে ফিরবে লালিত্য।
কমলা টোনার তৈরির পন্থা
কমলালেবু খুব ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। খোসাতে কোনও ময়লা যেন না থাকে। কমলালেবুর খোসা কুচিয়ে ২ কাপ জলে আঁচ কমিয়ে ১৫-২০ মিনিট ফোটান। আরও ১৫-২০ মিনিট রেখে দিন, যাতে তা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। ছাঁকনির সাহায্য জলটি ছেঁকে পরিষ্কার স্প্রে বোতলে ভরে দিন। ২-৩ ফোঁটা অরেঞ্জ এসেনশিয়াল অয়েল যোগ করুন। মিশ্রণটি ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর ব্যবহার করুন। রাতে অবশ্যই ব্যবহার করতে হবে। দিনেও এক বার ব্যবহার করলে ভাল।
কমলালেবুর ক্রিম তৈরির পদ্ধতি
লেবু থেকে রস বার করে ছেঁকে নিন। ২ টেবিল চামচ কমলালেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ অ্যালো ভেরা জেল। যোগ করুন ২-৩ ফোঁটা অরেঞ্জ এসেনশিয়াল অয়েল। তিনটি উপকরণ খুব ভাল করে মিশিয়ে নিতে হবে, যাতে ক্রিমের মতো মিশ্রণ তৈরি হয়। সেটি পরিষ্কার কাচের শিশিতে ভরে রাখুন। এক বার ক্রিম বানিয়ে ৭-১০ দিন ব্যবহার করতে পারেন। যেহেতু এতে টাটকা ফলের রস ব্যবহার হচ্ছে, তাই বেশি দিন রেখে না মাখাই ভাল।
কমলালেবু শরীর এবং ত্বকের জন্য খুব উপকারী। তবে টোনার হোক বা ক্রিম— প্রথম বার মাখার আগে প্যাচ টেস্ট জরুরি। হাতের কোনও অংশ তা লাগিয়ে ১-২ ঘণ্টা দেখুন। চুলকানি, জ্বালা না হলে তা মাখতে পারেন।