প্রাকৃতিক উপায়ে কি ক্যানসার প্রতিহত করা সম্ভব? যাঁরা আয়ুর্বেদে ভরসা রাখেন, তাঁদের দাবি— সম্ভব। নিমপাতাতেই নাকি আছে এমন গুণ। কিন্তু বিজ্ঞান কী বলছে এই নিয়ে?
ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। চিকিৎসাবিজ্ঞান এ জন্য দায়ী করছে দূষণ থেকে শুরু করে আমাদের জীবনযাত্রার বদলকে। সব মিলিয়ে রোগপ্রতিরোধ ক্ষমতা কমছে আমাদের। আর এটাই ক্যানসারের সবচেয়ে বড় কারণ হয়ে দেখা দিয়েছে।
দীর্ঘ দিন ধরেই ক্যানসার প্রতিরোধ করার প্রাকৃতিক উপায় নিয়ে কাজ হচ্ছে বিজ্ঞানের নানা মহলে। আর সেখান থেকেই উঠে আসছে নিমের নাম। নানা দেশে গবেষণায় দেখা গিয়েছে, নিমের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বিপুল পরিমাণে বাড়িয়ে দিতে পারে। আর তাতেই দাবি করা হচ্ছে, নিমের পক্ষে প্রাকৃতিক উপায়ে ক্যানসারকে অনেকটা প্রতিহত করা সম্ভব।