ভারতীয় আয়ুর্বেদে খুব গুরুত্ব দেওয়া হয়েছে ত্রিফলাকে। কিন্তু সত্যিই কি ত্রিফলা এতটা গুরুত্ব পাওয়ার মতো কিছু? কী বলছে হালের চিকিৎসাবিজ্ঞান?
ত্রিফলা হল ৩ ফলের মিশ্রন। আমলকি, হরিতকি বা হরদ এবং বিভিতকি বা বহেরা। এই ৩ ফল শুকিয়ে তাদের চূর্ণ একসঙ্গে মিশিয়ে তৈরি হয় ত্রিফলার মিশ্রন। হালের বিজ্ঞান এই প্রতিটি ফল নিয়ে আলাদা আলাদা করে জানিয়েছে তাদের গুণের কথা।
আমলকি: প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি। পেটের সমস্যা দূর করা থেকে শরীরে জমা দূষিত পদার্থ সাফ করা— আমলকির অনেক গুণ। রোগ প্রতিরোধ শক্তিও বাড়ায় এটি।