পুজোর সময় খাওয়াদাওয়ার অনিয়ম, দেদার সাজগোজের ধকল যেন এসে পড়েছে ত্বকেও। কিন্তু উৎসব শেষের আলস্যে আলাদা করে ত্বকের জন্য আর তেমন কোনও পরিচর্যা করা হয়নি। ফলে ত্বক হয়ে উঠেছে শুষ্ক, নিষ্প্রাণ। অফিসের কাজের চাপ, বাড়ির হেঁশেল সামলে পার্লারে গিয়ে যে ফেশিয়াল সেরে আসবেন, সেই সময়টুকুও পাচ্ছেন না। চিন্তার কিছু নেই। আপনার হেঁশেলে থাকা আলুই হয়ে উঠতে পারে মুশকিল আসান। ত্বক ভাল রাখতে বানান আলুর রসের রূপটান।