বিছানার চাদর বেশি ব্যবহার করার ফলে অনেক সময়ে তার রং চটে যায়। বিশেষ করে তা যদি হয় সাদা রঙের চাদর। পোশাক হোক বা ব্যাগ— সাদা রং হলেই তা ময়লা হওয়ার প্রবণতা বেশি থাকে। বিছানার চাদর তো আরও ময়লা হয়। কিছু দিন ব্যবহারের পরেই চাদরে হলদেটে ভাব চলে আসে। এদিকে অনেকেই বিছানায় সাদা চাদর পাততেও বেশি পছন্দ করেন। কোন উপায়ে ব্যবহারের পরেও সাদা চাদর ধবধবে রাখবেন?
১) সাদা লিনেনের চাদর ব্যবহার করুন: সাদা হোক বা অন্য কোনও রং সুতির চাদর সব সময়েই দ্রুত নোংরা হয়ে যায়। তবে সুতির বদলে যদি সাদা লিনেন কাপড়ের চাদর ব্যবহার করেন, সেক্ষেত্রে নোংরা কম হওয়ার আশঙ্কা থাকে। এগুলি নোংরা হলেও ভাল করে কেচে নিয়ে ড্রায়ারে শুকিয়ে নিলেও চাদর অনেক দিন টেকসই থাকবে। আর চাদরের রং বজায় থাকবে।