তিনি চিরকুমার। বিয়ে করেননি। কিন্তু প্রেম তো বহু বার এসেছে জীবনে। প্রেম ভেঙেছেও বারে বারে। বিচ্ছেদ-পরবর্তী মানসিক জটিলতা কী ভাবে কাটিয়েছেন সলমন খান? সম্প্রতি সে প্রশ্নের উত্তর দিলেন অভিনেতা। আর দেখা গেল প্রেমে দাগা পাওয়া সলমনও তাঁর সিনেমার চরিত্রের মতোই ‘দবং’।
পর্দার নায়ক সলমন যেমন ঘোরপ্যাঁচের পরোয়া না করে সোজাসাপটা সমাধানে বিশ্বাসী, ভাঙা প্রেমের ক্ষেত্রেও তাই। ভাঙা প্রেম, ভাঙা মন সামলানোর ব্যাপারে তাঁর দর্শন শরীরের কাটা জায়গা থেকে ব্যান্ডেড খোলার মতো। তিনি বলেছেন, ‘‘কাটা জায়গা থেকে ব্যান্ডেড কি ধীরে ধীরে খোলো? তা তো নয়। ব্যান্ডেড এক টানে খুলে ফেল। প্রেম ভাঙলেও তা-ই করতে হবে।’’
আরবাজ়ের পুত্র এবং তাঁর ভাইপো আরহান খানের ইউটিউব চ্যানেলে একটি পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন সলমন। সেখানেই কথাপ্রসঙ্গে আরহানকে প্রেম ভাঙার পরে কী করা উচিত, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন তিনি। সলমন বলেছেন, ‘‘যদি তোমার প্রেমিকা তোমাকে ছেড়ে চলে যায় তো ঠিক আছে। যেতে দাও। একেবারে জীবন থেকে বিদায় জানাও।’’ তার পরে? প্রেম ভাঙার দুঃখ ভোলার জন্য প্রেমিকাকে বিদায় জানানোর পরে কী করা উচিত, সে কথাও ভাইপোকে জানিয়েছেন সলমন।

সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ-সহ বহু অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে থাকা বলিউডের দবং খানের পরামর্শ, ‘‘যখন শরীর থেকে ব্যান্ডেড খোলো, তখন কি ধীরে ধীরে খোলো? নয় নিশ্চয়ই! এক টানে তুলে ফেলো। এ ক্ষেত্রেও তা-ই করবে। ঘরে যাও, দরজা বন্ধ করে প্রাণ ভরে কেঁদে নাও। আর তার পরে ওখানেই ব্যাপারটাকে শেষ করো। দরজা খুলে যখন বাইরে আসবে, তখন যেন পুরনো কোনও কথা তোমাকে বিচলিত না করতে পারে। একেবারে স্বাভাবিক হয়ে যাও। এতটাই স্বাভাবিক কথাবার্তা বলো যে, যারা তোমায় চেনে, যারা প্রেম ভাঙার কথা জানে, তারাও যেন বিস্মিত হয়।’’
প্রেম ভাঙার পরে মনোবিদেরা প্রায়শই বলেন পুরনো কথা ভুলে জীবনে এগিয়ে যাওয়ার কথা। কাজটা সহজ না হলেও, শেষ পর্যন্ত করতে হয়। এই সব ভুলে এগিয়ে যাওয়ার প্রক্রিয়া দীর্ঘ দিন ধরে চলতে পারে। আবার এক লহমাতেও ঘটতে পারে। কর্ণ জোহরের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা চোপড়া এক বার বলেছিলেন, যে কোনও প্রেম ভাঙার পরে তিনি তা নিয়ে পড়ে থেকে কান্নাকাটি করেন না। তিনি এক লহমায় সব পিছনে ফেলে এগিয়ে যান। প্রিয়ঙ্কা বলেছিলেন, ‘‘এ ব্যাপারে আমি কমবয়সিদেরও টেক্কা দিতে পারি। এ ব্যাপারে আমি খুব নিষ্ঠুর।’’ সলমন তাঁর লব্জে সে কথাই বুঝিয়েছেন আরহানকে।
আরও পড়ুন:
তবে একই সঙ্গে সলমন বলেছেন, ‘‘ভুল যদি তোমার থাকে তবে আলাদা কথা। যদি বোঝো ভুল তোমার ছিল, তবে অবশ্যই ক্ষমা চাও। ভুল করলে তা স্বীকার করতে লজ্জা পাওয়া উচিত নয়। থ্যাঙ্ক ইউ এবং সরি খুব স্বতস্ফূর্ত ভাবে বলা উচিত।”