Advertisement
২২ মার্চ ২০২৩
Marriage

একা থাকতে পছন্দ করেন না, মেয়ের বিয়ের আসরেই পঞ্চম বার বিয়ে করলেন প্রৌঢ় বাবা

মেয়েদের বিয়ে হয়ে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে। সেই আশঙ্কায় অষ্টম মেয়ের বিয়ের আসরেই পঞ্চম বিয়ে সেরে ফেললেন শওকত নামের এক ব্যক্তি।

মেয়ের বিয়ের আসরে পঞ্চম বিয়ে সেরে ফেলেন প্রৌঢ়।

মেয়ের বিয়ের আসরে পঞ্চম বিয়ে সেরে ফেলেন প্রৌঢ়। ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৪:০৮
Share: Save:

একা থাকতে ভাল লাগে না। তাই পঞ্চম বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৫৬ বছর বয়সি শওকত নামের এক ব্যক্তি। এর আগে ৪ পক্ষে তাঁর দশ জন মেয়ে এবং এক জন ছেলে রয়েছেন। মেয়েদের মধ্যে সাত জনের বিয়ে হয়ে গিয়েছে। তাঁরা সকলেই নিজেদের শ্বশুরবাড়িতে সংসার করছেন। বাকি মেয়েরাও বিবাহযোগ্য হয়ে উঠেছেন। একে একে তাঁদেরও বিয়ে দিতে হবে। শূন্যস্থান পূরণ করতেই তাই আবার বিয়ে করেন তিনি।

Advertisement

শওকতের প্রথম পক্ষের ৩ মেয়ে। দ্বিতীয় পক্ষে দু’জন মেয়ে এবং এক জন ছেলে। তৃতীয় পক্ষে ২ মেয়ে। চতুর্থ পক্ষে ৩ মেয়ে। প্রত্যেক বারই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার পর তাঁর মনটা হু হু করত। মেয়েদের ঘরে গিয়ে বসে থাকতেন। ফাঁকা বাড়িতে তাঁর মন টিকত না। বাড়িতে নতুন সদস্যের আগমন ঘটাতেই পর পর বিয়ে করেন তিনি। সন্তান হয়ে যাওয়ার পর স্ত্রীর প্রতিও আর কোনও টান থাকত না।

অগত্যা জীবনে আসত নতুন নারী। কিছু দিন আগেই অষ্টম মেয়ের বিয়ের আয়োজন করছিলেন। তখন তাঁর মেয়েরা সিদ্ধান্ত নেন যে, বোনের বিয়ের আসরে বাবার বিয়ে দেবেন। যাতে তিনি একা না হয়ে যান। সে কথা শওকতকে জানাতেই তিনি রাজি হয়ে যান। অবশেষে মেয়ের বিয়ের আসরে পঞ্চম বিয়ে সেরে ফেলেন প্রৌঢ়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.