Advertisement
E-Paper

রণবীর ইলাহাবাদিয়াকে ধমক দিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়াও! সম্পর্ক নিয়ে প্রশ্নে রেগে যান নায়িকা

পরিস্থিতির সাপেক্ষে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ভিডিয়োটি। ওই ভিডিয়োতে রণবীরের প্রশ্নে ক্ষুব্ধ প্রিয়ঙ্কাকে বলতে শোনা যাচ্ছে, ‘‘তুমি কি বলতে চাইছ, আমি আমার ভাইয়ের বিয়েতে নাচতে পারব না? কেন?’’

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫১
রণবীর ইলাহাবাদিয়া কী প্রশ্ন করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়াকে?

রণবীর ইলাহাবাদিয়া কী প্রশ্ন করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়াকে? ছবি : সংগৃহীত।

বাবা-মায়ের শারীরিক সম্পর্ক নিয়ে ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার মন্তব্য ঘিরে হইচই চলছেই। এর মধ্যেই রণবীরকে দেওয়া প্রিয়ঙ্কা চোপড়ার সাক্ষাৎকারের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সম্পর্ক নিয়ে রণবীরের একটি প্রশ্ন শুনে দৃশ্যতই বিরক্ত হয়েছেন অভিনেত্রী। রণবীরকে তাঁর প্রশ্নের জবাবে উপযুক্ত জবাবও দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

পরিস্থিতির সাপেক্ষে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ভিডিয়োটি। কারণ দেশের অধিকাংশ মানুষ এখন রণবীরের উপর ক্ষিপ্ত। বিরক্ত তাঁর অনুগামীরাও। যার জেরে এক দিনে ২০ লক্ষ অনুগামী ‘আনফলো’ করেছেন রণবীরকে। ওই ভিডিয়োতেও রণবীরের প্রশ্নে ক্ষুব্ধ প্রিয়ঙ্কাকে বলতে শোনা যাচ্ছে, ‘‘তুমি কি বলতে চাইছ, আমি আমার ভাইয়ের বিয়েতে নাচতে পারব না? কেন?’’

বছর দু’য়েক আগের ওই সাক্ষাৎকারে প্রিয়ঙ্কাকে রণবীর প্রশ্ন করেছিলেন, ‘‘এখন তো আপনি অনেক বড় তারকা। বিখ্যাত মানুষ। এখনও কি আপনি নিজের বাড়ির পারিবারিক অনুষ্ঠানে আগের মতো উপস্থিত থাকবেন? আপনার খ্যাতির কথা কি ভাববেন না?’’ ওই প্রশ্নেই প্রিয়ঙ্কা রণবীরকে বলেন, ‘‘আমার কাছে আমার পরিবার, আমার ভাই, তুতো ভাই-বোনেরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার খ্যাতির সঙ্গে তার কোনও বিরোধ নেই। আমি একটা কাজ করি। সেই কাজের দৌলতে আমার খ্যাতি। আমি কাজ করি বাঁচার জন্য। খ্যাতির জন্য নয়। খ্যাতিটা উপরি হিসাবে এসেছে। যা আমি গ্রহণ করেছি। খ্যাতির উপর আমার যেমন কোনও নিয়ন্ত্রণ নেই। তেমনই আমি মানুষটা কেমন, সেটাও আমার খ্যাতি বা জনপ্রিয়তা ঠিক করে দেবে না।’’

প্রিয়ঙ্কার ওই উত্তর শুনে চুপ করেই গিয়েছিলেন রণবীর। মনস্তত্ত্ববিদেরা বলছেন, প্রিয়ঙ্কা যা বলেছেন, তা বর্ণে বর্ণে সত্যি। আর সম্পর্ক নিয়ে রণবীরের প্রশ্ন কিছুটা অপরিণত মনস্কতারই পরিচয়। মনোরোগ চিকিৎসক চাঁদনি টুগনেইত বলছেন, ‘‘খ্যাতির সঙ্গে অনেকরকম নতুন সম্পর্কও আসে। ভক্ত তৈরি হয়। সংবাদ মাধ্যম, সমাজ মাধ্যমে মুখ দেখা যায়, উচ্চস্তরে তৈরি হয় সুসম্পর্ক। কিন্তু ওই সব সুসম্পর্ক আসলে অত্যন্ত অগভীর। উপর উপর ভাল। সফল তারকারা সব সময় ওই সব বাইরের সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে একটি সীমারেখা টেনে রাখেন। বাইরের সম্পর্কের প্রভাব কখনওই ব্যক্তিগত সম্পর্কে পড়তে দেন না। প্রিয়ঙ্কা যা বলছেন এবং যা করেন তা তাঁর পরিণত বোধেরই প্রমাণ দেয়।’’

রণবীরকে প্রিয়ঙ্কা যা বলেছিলেন, তা যে তিনি মেনেও চলেন, তার প্রমাণ দেখা গিয়েছে সম্প্রতিই। ভাইয়ের বিয়েতে লস অ্যাঞ্জেলেস থেকে স্বামী নিক জোনাস, মেয়ে মালতী মেরি জোনাস এবং শ্বশুর-শ্বাশুড়িকে নিয়ে মুম্বইয়ে চলে এসেছিলেন প্রিয়ঙ্কা। সেখানে প্রিয়ঙ্কা এবং নিক দু’জনকেই পারিবারিক অনুষ্ঠানে বাকিদের সঙ্গে মিশে হুল্লোড় করতে, নাচ-গান করতে দেখা গিয়েছে।

Ranveer Allahbadia Priyanka Chopra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy