শুধু কি আর দুই অভিনেত্রী গেলেন বেড়াতে? মিমি চক্রবর্তী, পার্নো মিত্রদের মতো অনেকেই তো ধীরে ধীরে পা বাড়াচ্ছেন গোয়া হোক বা দিঘায়। এত দিন কোভিডের ভয়ে ঘরে বসে থাকলেও, আর যে পারা যাচ্ছে না। তবে খেয়াল রাখুন, এখন বেড়ানোর নিয়ম বদলেছে। দু’-চারটি জামা ব্যাগে ভরে নিয়েই রওনা দেওয়ার দিন আর নেই। ব্যাগ গোছানোর সময়ে আরও মন দিন। খেয়াল রাখুন, যেন বাদ না পড়ে যায় কোভিড-কালের অতি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র।
কী কী নিতে হবে?
বাড়তি মাস্ক