স্টেক— যাঁরা মাংস খেতে ভালবাসেন, তাঁদের কাছে অত্যন্ত পছন্দের পদ এটি। তবে সেই সিদ্ধ মাংস বা স্টেকের থালায় আরও কিছু সঙ্গী থাকতেই পারে। যেমন কিছু সিদ্ধ আনাজ, আলু, গাজর ইত্যাদি। কিন্তু তা বলে পুরো স্টেকই আনাজ বা গাছপাতার! এমন হতে পারে নাকি!
হালে এমনই করে দেখিয়েছে স্পেনের বার্সেলোনার একটি কোম্পানি। ত্রিমাত্রিক ছাপার যন্ত্রের সাহায্যে তারা বানিয়ে ফেলেছে, একেবারে কৃত্রিম মাংসের স্টেক।