পারদ চড়ছে ক্রমশ। বাড়ছে অস্বস্তি। গরমে হাঁসফাঁস অবস্থা বাঙালির। অনেকেরই গ্রীষ্মকাল পছন্দ নয়। কারও আবার গরমকাল পছন্দ শুধু আমের জন্য। সারা বছর সব কিছু পাওয়া গেলেও আমের দেখা মেলে এই গরমেই। ধীরে ধীরে বাজার ভরে যাচ্ছে কাঁচা পাকা আমে। অবশ্য এখন কাঁচা আমই বেশি। আম পাকতে এখনও খানিক দেরি। গরমে মন ও শরীর দুই-ই ঠান্ডা রাখতে তাই বানাতে পারেন কাঁচা আমের পুডিং। রইল প্রণালী।
উপকরণ
দুধ: এক লিটার