আজ ২৩ জানুয়ারি। সুভাষচন্দ্রবসুর ১২৫তম জন্মদিন। যাঁকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ইতিহাসের বহু অধ্যায়, সেই মানুষটি খেতেও বেশ ভালবাসতেন। প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন পাশের আদর্শ হিন্দু হোটেল প্রতিদিন নিয়মকরে দুপুরবেলা খেতে যেতেন। তাঁর প্রিয় খাবারের তালিকায় ছিল পালংশাকের বাটি চচ্চড়ি, মুড়িঘন্ট এবং অতি অবশ্যই মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। আর যা কিছুতেই হোক, মাছে বাঙালির না নেই। বৃষ্টিস্নাত শীতের আমেজ গায়ে মেখে সুভাষচন্দ্রের জন্মদিনে বানিয়ে ফেলুন তাঁর প্রিয় মৌরলা মাছের ঝাল চচ্চড়ি।
উপকরণ:
মাঝারি মাপের মৌরলা মাছ: ২৫০ গ্রাম