Advertisement
২৪ এপ্রিল ২০২৪
chat

Chat masala: বাড়িতেই বানিয়ে নিন চাট মশলা, মুড়িমাখা থেকে আলুর চাট, জমে যাবে সবই!

স্যালাড থেকে ঘুগনি— অনেক রান্নাতেই চাট মশলা ব্যবহার করা হয়। কিন্তু বাজার থেকে কেনার বদলে নিজে এই মশলা তৈরি করে নেওয়া অনেক ভাল।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৬:৪৭
Share: Save:

বাজার থেকে কেনার বদলে নিজে এই মশলা তৈরি করে নেওয়া অনেক ভাল।
চাট মশলা এমন একটা জিনিস যা যে কোনও রান্নার স্বাদ নিমেষে বদলে দিতে পারে। স্যালাড, ঘোল, লস্যি, তরকারি, চাট, এমনকি, কিছু কিছু ডালেও ব্যবহার করা হয় এই মশলা। আমরা বেশির ভাগ সময়ে বাজার থেকেই কিনে আনি এই ধরনের মশলা। কিন্তু সব সময়ে বাজারে তৈরি চাট মশলা যে আমাদের পছন্দ হয়, তা নয়। কখনও নুন খুব বেশি, কখনও স্বাদ একদম অচেনা। নানা রকম সমস্যা থাকে এই মশলাগুলিতে। বিশেষ করে এই রোগ-ব্যাধির সময়ে কী শরীরে যাচ্ছে তা নিয়ে বেশি সচেতন হয়ে গিয়েছেন মানুষ। বাজারে তৈরি খাবারের সঙ্গে কোনও অস্বাস্থ্যকর উপকরণ মেশানো হচ্ছে কি না, তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। সেই সব থেকে বাঁচার উপায় একটাই। বাড়িতেই বানিয়ে ফেলুন এই মশলা। রইল রেসিপি।

সব সময়ে বাজারে তৈরি চাট মশলা যে আমাদের পছন্দ হয়, তা নয়।

সব সময়ে বাজারে তৈরি চাট মশলা যে আমাদের পছন্দ হয়, তা নয়।

উপকরণ
শুকনো লঙ্কা: ২০টা
জিরে: ২ টেবিল চামচ
ধনে: ২ টেবিল চামচ
গোটা গোলমরিচ: ২৫টা
রাধুনি: ২ চা চামচ
মৌরি: ২ চা চামচ
মেথি: ২ চা চামচ
কালো জিরে: ২ চা চামচ
লবঙ্গ: ১০টা
পাঁচফোড়ন: ৫ চা চামচ
বিট নুন ২ চা চামচ

কী ভাবে বানাবেন
সব মশলাগুলি খানিকক্ষণ শুকনো কড়াইয়ে সেঁকে নিতে হবে। একটু গন্ধ বেরিয়ে কুড়মুড়ে হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। তার পর একটি মিক্সিতে ঘুরিয়ে ভাল করে গুঁড়ো করে নিন। একটি ছোট কাচের শিশিতে ভরে রাখুন। সুবিধা মতো রান্নায় দিতে পারেন।
এই মশলা বেশি দিন ভাল রাখতে চাইলে ফ্রিজে রাখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chat cooking Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE