হঠাৎ করে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে অথচ কোভিডের বাড়বাড়ন্তে বাইরে বেরোনোর উপায় নেই, এই ব্যাপারটি এখন প্রত্যেক বাড়ির পরিচিত পরিস্থিতি। কী রাঁধবেন বুঝতে না পারলে অল্প কিছু সাধারণ উপকরণ ও কলা দিয়েই ঝালিয়ে নিতে পারেন নিজের রন্ধন কলা। কলার ছলাকলায় ভুলতে আগ্রহী যাঁরা, তাঁদের জন্য রইল অল্প সময়ে কলার বড়া বানানোর প্রণালী।