Advertisement
E-Paper

ধাতব জৈব কাঠামোর অন্দরমহল দেখিয়ে রসায়নে নোবেল পুরস্কার জয় তিন দেশের তিন বিজ্ঞানীর

ধাতব জৈব কাঠামো নির্মাণ সংক্রান্ত গবেষণায় সাফল্যের স্বীকৃতিতে ২০২৫ সালে রসায়নে যৌথ ভাবে নোবেল পাচ্ছেন সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমার এম ইয়াঘি।

Susumu Kitagawa, Richard Robson and Omar M Yaghi win Nobel Prize in Chemistry 2025

বাঁদিক থেকে, সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৬:১০
Share
Save

‘রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ বুধবার ২০২৫ সালের রসায়নের নোবেল পুরস্কারজয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করল। এঁরা হলেন সুসুমু কিটাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি।

ধাতব জৈব কাঠামো (এমওএফ) নির্মাণ সংক্রান্ত গবেষণায় সাফল্যের স্বীকৃতিতে এঁদের যৌথ ভাবে রসায়নে নোবেল পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে বলে সুইডেনের নোবেল কমিটি জানিয়েছে। সুসুমু জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক রবসন। আমেরিকার বার্কলেতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হিসেবে কর্মরত ইয়াঘি।

এমওএফ-গুলির ন্যানোস্কোপিক কাঠামোর অন্দরমহল বিশ্লেষণ করে তিন বিজ্ঞানী দেখিয়েছেন, তার মধ্যে দিয়ে গ্যাস ও তরল প্রবাহিত হতে পারে। মরুভূমির বাতাস থেকে জল সংগ্রহ, কার্বন ডাই-অক্সাইড, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে এ সব কাঠামো ব্যবহার করা যায়। স্টকহলমের ‘রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা অর্থপুরস্কার তিন বিজ্ঞানীর মধ্যে সম ভাবে বণ্টন করা হবে।

Nobel Prize nobel chemistry prize Chemistry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy