Advertisement
১৯ এপ্রিল ২০২৪

চিংড়ির বাদশাহি খিচুড়ি রেসিপি

বৃষ্টি মানেই চালে ডালে মিশিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া। আর এই চালে ডালে বানিয়ে নেওয়ার প্রথম ধারণা কিন্তু আসে অ্যাংলো ইন্ডিয়ান খাবার ‘কেজরি’ থেকে। মিশরে আবার এই খিচুড়ি ‘কুশারি’ নামে পরিচিত। তবে ভারতে প্রথম খিচুড়ির রেসিপি পাওয়া যায় আবুল ফজলের লেখা আইন-ই-আকবরি তে। মুঘল আমলে তা বেশ জনপ্রিয়তা পায়। আপনাদের জন্য রইল বেশ কয়েকটি অন্যস্বাদের খিচুড়ির রেসিপি। খিচুড়িকে আরও সুস্বাদু করতে দিতে পারেন চিংড়ি মাছ। শিখে নিন রেসিপি।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

রেশমী প্রামাণিক
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ১৩:০০
Share: Save:

খিচুড়ির খেতে খেতে যদি মুখে পড়ে চিংড়ি মাছ তা হলে মন্দ লাগবে না। সঙ্গে কাজু, কিসমিস দিয়ে করে নিতে পারেন আরও একটু সুস্বাদু।

কী কী লাগবে

বাসমতী চাল: ১০০ গ্রাম

মসুর ডাল: ১০০ গ্রাম

মাঝারিম মাপের চিংড়ি মাছ: ৮-১০টা

পেঁয়াজ: ১টা (কুচনো)

আদা বাটা: ২ চামচ

জিরে গুঁড়ো: ২ চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চামচ

রসুন বাটা: ১/২ চামচ

কাজু কিসমিস: ৮-১০টা

গোটা গরম মশলা: ১ চামচ

সর্ষের তেল: ৪ চামচ

ঘি: ১ চামচ

কী ভাবে বানাবেন

চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে সাঁতলে নিন। চাল ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এ বার কড়াইতে তেল গরম করে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একে একে বাকি উপকরণ দিয়ে চাল, ডাল ভাল করে মিশিয়ে নিতে হবে। পরিমাণ মত জল দিয়ে ঢেকে রাখতে হবে। চাল, ডাল ভাল করে সিদ্ধ হয়ে এলে চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ দমে বসিয়ে রাখতে হবে। নামানোর আগে উপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE