Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

কারও বিনোদনের জন্য আমি খেলি না, বলছেন পূজারা

অনেকেই পূজারার খেলার ধরন বুঝতে পারেন না। তাঁর খেলা দেখে অনেকে বলে থাকেন একঘেয়ে। সমালোচকদের জবাব দিলেন পূজারা।

সমালোচকদের জবাব দিলেন পূজারা। —ফাইল চিত্র।

সমালোচকদের জবাব দিলেন পূজারা। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
রাজকোট শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ১৪:৫১
Share: Save:

দর্শকদের আনন্দ দেওয়ার জন্য তিনি ব্যাট করেন না। বিপক্ষের আগুনে বোলারদের বিষ শুষে নেন তিনি। তাঁর ব্যাটিং দেখে অনেকেই বলে থাকেন, একঘেয়ে।

এ হেন চেতেশ্বর পূজারা বলছেন, ‘‘সোশ্যাল মিডিয়ার জন্য কেউ ব্যাট করে না। ওদের অনেকেই আমার খেলার ধরন এবং টেস্ট ক্রিকেট বোঝে না। কারণ ওদের অনেকেই সাদা বলের ক্রিকেট বেশি দেখে। অনেকেই আমার ব্যাটিং দেখে বলে থাকে, আরে এ তো খুবই বোর করছে, কতগুলো বল খেলছে।’’

নিজের খেলার ধরন সম্পর্কে পূজারা বলছেন, ‘‘কারও বিনোদনের জন্য আমি খেলতে নামি না। দলকে জেতানোই আমার উদ্দেশ্য থাকে। সে দেশ হোক বা সৌরাষ্ট্র। কখনও আমি দ্রুত গতিতে রান করি আবার কখনও ধীর লয়ে ব্যাট করি। বলে বলে ছক্কা হাঁকানোর মতো ব্যাটসম্যান আমি নই। আমি যখন খেলি তখন সোশ্যাল মিডিয়া ফলো করি না। দর্শকদের বিনোদন দেওয়ার জন্য আমি ব্যাট করি না।’’

আরও পড়ুন: কোহালিকে আগ্রাসন কমাতে বলা হচ্ছে কেন? প্রশ্ন তুললেন মদনলাল

তবুও তাঁর ফলোয়ার কম নেই পূজারার। অস্ট্রেলিয়ার ভারত সফর চলাকালীন এক বৃদ্ধ দম্পতি এসে পূজারাকে বলেছিলেন, সুনীল গাওস্কর ও গুণ্ডাপ্পা বিশ্বনাথের পরে পূজারার খেলা দেখার জন্যই তাঁরা টেস্ট ক্রিকেট দেখেন। পূজারা বলেন, ‘‘আমি যে রানের গতি বাড়াতে পারি না তা নয়। আমি সীমিত ওভারের ক্রিকেটও খেলতে পারি। অনেকেই টেলিভিশনে আমাকে সাদা বলে খেলতে দেখেনি। ধাতস্থ হতে আমার একটু সময় লাগে। এ ভাবেই তো ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছে।’’

আরও পড়ুন: করোনা-আতঙ্কে এ বার ক্যাম্প বন্ধ করে দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cheteshwar Pujara
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE