Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Sourav Ganguly

রাজনৈতিক চাপে ছিলেন সৌরভ? দেখা করার পর বিস্ফোরক অশোক

সৌরভকে ব্যবহার করে কিছু মানুষ রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছেন বলেও অভিযোগ করেন প্রবীণ সিপিএম নেতা।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও অশোক ভট্টাচার্য—ফাইল চিত্র।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও অশোক ভট্টাচার্য—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১৬:১৮
Share: Save:

রাজনৈতিক চাপ নিতে না পেরেই কি অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? এমনই মনে করছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, ‘‘সৌরভকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছেন কিছু মানুষ।’’

রবিবার দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ‘মহারাজ’কে দেখতে যান অশোক। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘সৌরভের উপর চাপ তো দেওয়াই হয়েছিল। এটা কাম্য ছিল না। সৌরভ অন্য জগতের মানুষ। আমরা চাই, ও সেই জগতেই থাকুক।’’

সৌরভকে ব্যবহার করে কিছু মানুষ রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছেন বলেও অভিযোগ করেন প্রবীণ সিপিএম নেতা। বলেন, ‘‘কেউ কেউ মনে করছেন, সৌরভকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থসিদ্ধি করা যাবে। সেটা যে কোনও ভাবেই হোক না কেন। চাপ তো সৃষ্টি হয়েইছে। রক্তচাপ বেড়েছে। এমনটা আশা ছিল না। আমরা চাই না এমন হোক।’’

আরও পড়ুন: সৌরভের নিয়মিত শারীরিক পরীক্ষা করানো উচিত, মত রণদীপ মৈত্রর​

সৌরভ নিজেও ব্যক্তিগত ভাবে রাজনীতিতে আসতে চান না, এমনটাও দাবি করেন অশোক। তাঁর বক্তব্য, ‘‘সৌরভ যে জগতে রয়েছে, সেই জগতেই থাকতে চায়। আমাকে কখনও বলেনি যে রাজনীতিতে আসতে চায়। আমিও ওকে বলেছি, আমি চাই না তুমি কোনও রাজনীতির সঙ্গে যুক্ত হও। আমার সঙ্গে দ্বিমত পোষণ করেনি ও।’’

তাহলে রাজনৈতিক চাপ সহ্য না করতে পেরেই অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ? সরাসরি এ প্রশ্নের উত্তর দিতে চাননি সিপিএমন নেতা। বরং তাঁর বক্তব্য, ‘‘সেটা আমি বলতে পারব না। চিকিৎকরাই ভাল বলতে পারবেন। আমি শুধু চাই, এই মুহূর্তে মানসিক অথবা রাজনৈতিক ভাবে ওঁর উপর কোনওরকম চাপ সৃষ্টি যেন না হয়।’’

গেরুয়া শিবিরের সঙ্গে সৌরভের ঘনিষ্ঠতা নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। সম্প্রতি রাজভবনে জগদীপ ধনখড়ের সঙ্গে তাঁর সাক্ষাতের পর সেই জল্পনা আরও বাড়ে। তার পরে তাঁকে দেখা গিয়েছে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই মঞ্চে।

আরও পড়ুন: বসবে আরও দুটো স্টেন্ট, ১ মাসেই পুরো সুস্থ হবেন সৌরভ, দাবি​

সাম্প্রতিক এই ঘটনার পরই সৌরভের বাড়িতে দেখা করতে যান শিলিগুড়ির সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। এর পর ওই সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। তার পর বলেছিলেন, সৌরভকে ক্রিকেট ছেড়ে রাজনীতির ময়দানে না নামার অনুরোধই করে এসেছেন। সৌরভ অবশ্য তখনও প্রকাশ্যে মুখ খোলেননি।

অশোকবাবু ও সৌরভের সম্পর্ক বহু দিনের। বাংলার ক্রিকেট ও রাজনীতির মহলে অনেকেই জানেন, অশোকবাবুকে ‘কাকু’ বলে ডাকেন সৌরভ। এর আগে শিলিগুড়ি সফরের সময়ে সৌরভ তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। দলীয় বৈঠক আর বিধানসভার কাজে বর্তমানে কলকাতায় অশোকবাবু। সৌরভের বাড়িতে যখন অশোক গিয়েছিলেন, তখন সেখানে ছিলেন সৌরভের স্ত্রী ডোনাও। গল্প, আড্ডা, ছবি তোলার ফাঁকে রাজনীতির কথাও ওঠে। সেখানেই রাজনীতিতে সৌরভের যোগ দেওয়া নিয়ে জল্পনার প্রসঙ্গ আসে। পরে অশোকবাবু মন্তব্য করেছিলেন, ‘‘ক্রিকেট ওঁকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছে। দেশের মানুষ তাঁকে এ ভাবেই দেখতে চান। উনি যেন তা অব্যাহত রাখেন, সেটাই বলেছি।’’ এর পর সৌরভকে নিয়ে রবিবার অশোকের মন্তব্য যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE