Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Virat Kohli

আইপিএলের আগে সতীর্থদের বার্তা কোহালির, কী বললেন তিনি?

কার্স্টেন ও কোহালি। আইপিএল শুরুর আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য কোহালির বিশেষ বার্তা। ছবি: এএফপি।

কার্স্টেন ও কোহালি। আইপিএল শুরুর আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য কোহালির বিশেষ বার্তা। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ১৮:০৫
Share: Save:

৩০ মে থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে চলতি মাসের ২৩ তারিখ থেকে আইপিএলের বল গড়াচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে সতীর্থদের সতর্ক করে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। ভারতীয় ক্রিকেটারদের জন্য অধিনায়কের বার্তা, বুদ্ধি করে আইপিএলের ওয়ার্কলোড সামলাতে হবে।

আইপিএলে খেলতে হবে প্রচুর ম্যাচ। অতিরিক্ত ম্যাচ খেলে ক্লান্ত হয়ে পড়লে বিশ্বকাপে তার প্রভাব পড়তে পারে। তা ছাড়া রয়েছে চোটের আশঙ্কা। কোহালি তাই বলছেন, ‘‘যদি আমি ১০, ১২ বা ১৫টি ম্যাচ খেলতে সক্ষম হই, তার অর্থ এই নয় যে, বাকিদেরও এতগুলো বা তার বেশি ম্যাচ খেলতে হবে।’’

খেলার কুইজ

কতগুলো ম্যাচ খেলতে পারবেন সংশ্লিষ্ট ক্রিকেটার, তার পুরোটাই নির্ভর করছে সেই ক্রিকেটারের শারীরিক সক্ষমতার উপরে। ভারত অধিনায়ক আইপিএল ম্যাচের সংখ্যা চাপিয়ে দিচ্ছেন না। সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিও ক্রিকেটারদের এই ব্যাপারে টার্গেট দিচ্ছে না। কোহালি বলছেন, ‘‘অনেকের শরীর আমার থেকে বেশি বা কম সক্ষম। এটা ব্যক্তিবিশেষের উপরেই নির্ভর করে। প্রত্যেকেই বিশ্বকাপ খেলতে চাইবে। কেউই এই মেগা ইভেন্ট মিস করতে চাইবে না। ফলে বুদ্ধি করে আইপিএলের ওয়ার্কলোড সামলাতে হবে।’’

আরও পড়ুন: সেই ‘ধোনি ধোনি’ রব নিয়ে মুখ খুললেন পন্থ

কোহালির বার্তার সারবত্তা হল, অতিরিক্ত ম্যাচ নয়, বরং নিজের ক্ষমতা বুঝে ম্যাচ খেলতে হবে। কোহালি বলেন, ‘‘ আইপিএল চলাকালীন প্রতিটি ভারতীয় ক্রিকেটারকে নিজেদের ফিটনেস ও ওয়ার্কলোডের দিকে দৃষ্টি দিতে হবে। এটা তাদের দায়িত্বের মধ্যেই পড়ে।’’

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Virat Kohli IPL India Captain World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE